অভাগী ।। বিশ্বাস

কত শত বেদনা বিধুর কেটে যাই লগন
নীরবে নিভৃতে তোমাতে থাকিবো মগন
হৃদয়হীনা হয়ে - অভাগী আমি করিব যাপন
বেদনা বিধুর এই শরীরী জীবন।

মন পড়ে আছে অন্যখানে - শরীর
তোমাকে দিলাম
মনে কি আসে যাই - তোমার তো কেবল
শরীর চাই
পারিপার্শ্বিক চাপে সেই কবেই তো
দেহখানা মোর হয়ে গেছে নিলাম।

তোমার চোখে দেখেছি আমার সর্বনাশ
দিন পেরিয়ে বছর পেরিয়ে মাস।
এ পথেই বার বার হাঁটি
পথটা আমার চেনা তবু ক্ষনে ক্ষনে অচেনা লাগে।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি