সান্ধ্যকালীন ।। বিশ্বাস
ক্ষনিক দিনের আলোকে - ক্ষুধাতুর পলকে
সান্ধ্যকালীন আড্ডায় বসে চুমুক দিতে দিতে বললেন -
তাকানো দেখে নিজেকে ভীষন অযোগ্য লাগে
মন পড়ে থাকে অতৃপ্ততার মাঘে।
অপরাধ কি আমার জানলাম না অথচ
শাস্তি পেতে হবে এ কোন ধরনের কথা
তাহলে কি বলব না এ আপনার স্বার্থের প্রগলভতা।
কি অপরাধ আমার!! আমার রক্ত কথা বলে
জোনাক হাতড়ে হাতড়ে পথ চলে।
কিছুক্ষন নীরবতা। তারপর হঠাৎ উচ্চ স্বরে বলেই উঠে পড়লেন -
তুমি যদি পারো - আমি কেন পারবো না
তুমি যদি হারো - আমিও কি হারবো না।
সান্ধ্যকালীন আড্ডায় বসে চুমুক দিতে দিতে বললেন -
তাকানো দেখে নিজেকে ভীষন অযোগ্য লাগে
মন পড়ে থাকে অতৃপ্ততার মাঘে।
অপরাধ কি আমার জানলাম না অথচ
শাস্তি পেতে হবে এ কোন ধরনের কথা
তাহলে কি বলব না এ আপনার স্বার্থের প্রগলভতা।
কি অপরাধ আমার!! আমার রক্ত কথা বলে
জোনাক হাতড়ে হাতড়ে পথ চলে।
কিছুক্ষন নীরবতা। তারপর হঠাৎ উচ্চ স্বরে বলেই উঠে পড়লেন -
তুমি যদি পারো - আমি কেন পারবো না
তুমি যদি হারো - আমিও কি হারবো না।
Comments
Post a Comment