অনাকাঙ্খিত অতঃপর ।। বিশ্বাস
দুর্বোধ্য! ভীষন দুর্বোধ্য -
চিন্তার মৃত্যু, অযাচিত চেতনা।
ঘুম ভাংবে কবে রে তোর?
কবে আলোকিত করবি এই ধরিত্রী?
পরাজিত গোবর গণেশ কোথাকার !
সপ্নের পিছু ছুটতে ব্যস্ত তোর পথ -
কয়েকটা কাগজ পারে না আলোকবর্তিকা হতে।
জীর্নতা ঝেড়ে ফ্যাল! - কি? চাস না
আলোর পথের যাত্রী হতে।
অতঃপর -
একটি চেতনা হারিয়ে গেল সময়ের স্রোতগর্ভে
আশার তরী দুলে ওঠে প্রকম্পনে
অশরীরী হাত।
চিন্তার মৃত্যু, অযাচিত চেতনা।
ঘুম ভাংবে কবে রে তোর?
কবে আলোকিত করবি এই ধরিত্রী?
পরাজিত গোবর গণেশ কোথাকার !
সপ্নের পিছু ছুটতে ব্যস্ত তোর পথ -
কয়েকটা কাগজ পারে না আলোকবর্তিকা হতে।
জীর্নতা ঝেড়ে ফ্যাল! - কি? চাস না
আলোর পথের যাত্রী হতে।
অতঃপর -
একটি চেতনা হারিয়ে গেল সময়ের স্রোতগর্ভে
আশার তরী দুলে ওঠে প্রকম্পনে
অশরীরী হাত।
Comments
Post a Comment