বাবু বলিলেন ।। বিশ্বাস
ঢপ মারা বন্ধ কর-
ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিতে চাও
এ কেমন চাওয়া তোমার?
ঢেড় হয়েছে আর কত!
নিজেকে কি মনে কর হে তুমি
এত ভাব চোদাও কেনো - পার্টটা একটু কম নিলে কি হয়
কি মনে কর হে নিজেকে -
বলি বাবু - মুক্ষসুক্ষ মানুষ আমি -কি যে কন না-
আমাগো আবার ভাব থাকা চলে নাকি
- হেহে হেহে।
দাঁত ক্যালানো কি বন্ধ হবে না তোমার
অন্ধকার কি ঘুচবে না
নাকি চাওনা সভ্য হতে।
ঘুমিয়ে ঘুমিয়েই কাটিয়ে দিতে চাও
এ কেমন চাওয়া তোমার?
ঢেড় হয়েছে আর কত!
নিজেকে কি মনে কর হে তুমি
এত ভাব চোদাও কেনো - পার্টটা একটু কম নিলে কি হয়
কি মনে কর হে নিজেকে -
বলি বাবু - মুক্ষসুক্ষ মানুষ আমি -কি যে কন না-
আমাগো আবার ভাব থাকা চলে নাকি
- হেহে হেহে।
দাঁত ক্যালানো কি বন্ধ হবে না তোমার
অন্ধকার কি ঘুচবে না
নাকি চাওনা সভ্য হতে।
Comments
Post a Comment