সম্মেলন ।। বিশ্বাস

চাঁদেরহাটে মেলা বসেছে -
বাহারী আলোর ঝলকানি
প্রভাত হলে সব কিছু পন্ড হবে জানি
তবু রাতভর নগ্ন নৃত্যে মাতাল হতে হতে
একটা মুখোশের সন্ধানে কতগুলো বিচ্ছেদ ঘটে গেল

হলুদ-লাল-কালো জলরং আঁকা মুখোশ
যারা পেয়েছে তারা নিজেকে প্রভাবশালী দাবি করে
যারা পাইনি তারাও করে
পরোয়া না করেই চলতে থাকে জীবনযাত্রা
নিজের প্রয়োজনে হারিয়েও ফেলতে পারে মাত্রা।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি