শ্যাম বর্নের মেয়ে ।। বিশ্বাস

শ্যাম বর্নের মেয়ে গো তুমি
গৌড় বর্নের রং হাওয়া
উদাস বিকেলের হালকা আলোয়
উঠানের নাউ গো মাঝি- পারের তরী বাওয়া।

যখন অপলক দৃষ্টিতে চেয়ে থাকি
হঠাৎ চেয়ে চোখ ফিরিয়ে নাও যখন
বুকের ভেতর কিনা জানিনা-
কোথায় যেন একটা চিনচিনে ব্যাথার অনুভব।

কেউ কেউ বেচে ফিরছে মিথ্যা কলোরব
কেউ আবার বসে বসে গুনে চলেছে-
বন্ধ মনের অন্ধ যত জীবন্ত শব।
বিদ্রোহীর প্রার্থনা অর্থবহ হবে কিনা
তা নিয়ে প্রশ্ন উঠেছে ভদ্র মহাদয় সমাজে
সৈনিক কেন আসেনা কোন কাজে?

তোমার উন্মাদ বিচরন বড়ই ভাল লাগে
প্রশ্ন উঠেছে কে বলবে আগে
সৃষ্টির বৃষ্টিতে ভিজতে গিয়ে হবেনা প্রাণ খুলে গাওয়া -
ভুলে থাকা চাই তোমায় কাছে পাওয়া।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি