আমিই কেবল পারিনি ।। বিশ্বাস
কি করে বলি কতোটা ভালবাসি - কি করে বলি কতোটা চাই আমি তোকে মনের আড়াল হলে পরে পড়ে যাই বিপাকে। হয়ত তোর মত যন্ত্রনা কাতর যাপন করি না হয়ত তুই আধো ঘুমে বাঁচিস - আমি কেবল পারিনা। ঐ - এক বেলা আমার সম্বল কতো দিন চলে গ্যাছে অনাহারে ঐ মাত্র একটা বিস্কুট আর দূকাপ চা হলেই দিনটা মোর বেশ যায় রাতে দূপ্লেট ভাত জুটে যাই ঠিকই এ দোকানে বাকী ও দোকানে বাকী হতে হতে ওদের চোখে তাকাতে বড্ড বেশি ভয় পায়। সেদিন স্লোগান ভাগাভাগি হতে দেখে প্রতিবাদে মুখর হতে চেয়েছে অনেকে - আমিই কেবল পারিনি । দুমুঠো চাল যোগাতে যে হিমসিম খাই সেও কটা টাকা পেলে বদলে যায় বদলে যাই স্লোগান উচ্চারিত শব্দ - গুনোগান ভুলে যাই নিজের অক্ষমতা বিচারবোধের স্বাধীনতা আমিই কেবল পারিনি ভুলে যেতে।