উল্টো রথ ।। বিশ্বাস
হর রোজ ভোরবেলাতে -
মিষ্টি রোদে সূর্য হাসে -
ভীষন গোপন অভিলাষে -
দিন ফুরালেই অন্ধকার নেমে আসে
আলোর মেলায় কালোর ভেলা -
ভাসছে সারাবেলা
'আমি সঠিক আমি সঠিক' চলছে একি লীলা।
নন্দিত নরকে বিকৃত শোভন শেখে
কারাগার বাস -বিকৃত অভ্যাসে।
তবু পেছনের পথে মত্ত রথযাত্রা -
কি আশ্চর্য! -ছাড়িয়ে চলেছে মাত্রা
ঘোড়া ভেবে গাধার পিঠে চাবুক চাপড়ায়।
চারপাশে এ কি দেখি - কেন পরিবেশ এত গম্ভীর
কাদা ছোঁড়াছুড়ির সংস্কৃতি -দাবানলে দাম্ভীক।
সাড়া জাগাও প্রানে -
অন্ধকার ঘুচে যাক ভালবাসার গানে
মুক্ত করো ভয় -খুলে দাও প্রনয়ের দ্বার
গন্ডিতে পরাজয় -নেবে কে এই ভার।
মিষ্টি রোদে সূর্য হাসে -
ভীষন গোপন অভিলাষে -
দিন ফুরালেই অন্ধকার নেমে আসে
আলোর মেলায় কালোর ভেলা -
ভাসছে সারাবেলা
'আমি সঠিক আমি সঠিক' চলছে একি লীলা।
নন্দিত নরকে বিকৃত শোভন শেখে
কারাগার বাস -বিকৃত অভ্যাসে।
তবু পেছনের পথে মত্ত রথযাত্রা -
কি আশ্চর্য! -ছাড়িয়ে চলেছে মাত্রা
ঘোড়া ভেবে গাধার পিঠে চাবুক চাপড়ায়।
চারপাশে এ কি দেখি - কেন পরিবেশ এত গম্ভীর
কাদা ছোঁড়াছুড়ির সংস্কৃতি -দাবানলে দাম্ভীক।
সাড়া জাগাও প্রানে -
অন্ধকার ঘুচে যাক ভালবাসার গানে
মুক্ত করো ভয় -খুলে দাও প্রনয়ের দ্বার
গন্ডিতে পরাজয় -নেবে কে এই ভার।
Comments
Post a Comment