ভুলিনি প্রিয় চিঠি ।। বিশ্বাস

বহুদিন পরে তোমার একটা চিঠি
চিঠিতে বলেছিলে পুকুর পাড়ে অপেক্ষা করবে
দুপুর গড়িয়ে সারাটা বিকেল কেটে গেছে প্রতীক্ষায়
যখন এলে আকাশে গোধুলীর রং
সুর্যটা লাল টকটকে -ধীরে ধীরে রং বদলাতে চাচ্ছে
আলোটা মুখে পড়তেই কি যে মিষ্টি লাগছিল তোমাকে
পানিতে তোমার প্রতিচ্ছবি -
মনে হয় কোন জল কন্যাকে দেখছি আমি
এত গভীর ভাবে আগে কখনও দেখিনি
এত গভীর ভাবে আগে পড়িনি তোমার প্রেমে
হাতে হাত রেখে জানতে চেয়েছি 'ক্যামন আছো?
প্রতি উত্তরে ভাল বলেছিলে
বলতে গিয়ে চোখদুটো ছলছল করছিল
এসেই চলে গিয়েছিলে
বলেছিলে যেন ভুলে যাই
সেই যে গেলে -আর এলে না পুকুর পাড়ে
আর কোন চিঠি আসেনি কখনও
আমি ভুলতে পারিনি প্রিয়, চাইলেই কি সব ভোলা যায়।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি