হেমলক বিষ ।। বিশ্বাস
একমুঠো হেমলক বিষ পান করব
তোমার পেয়ালা হতে
- গভীর রাতে
চুমুক দিয়েই মসগুল কান্তির বেদনাতে
আমাকে ফিরিয়ে দিওনা -ওপাস ফিরে
ঘামার্ত হতে চাই -মিশে যাই
তোমার প্রকান্ড হতাশার নগ্ন বাহুতলে
বন্দী হই -সঙ্গী হই -নন্দী হই - ভষ্ম হই
নিত্য মায়াজালে
একে কি প্রেম বলেনা! - কি বলে তবে
অজস্রবার ডুব দিতে দিতে ছুঁব আমি-
হৃদয় স্পন্দন।
তখনও কি ফিরিয়ে দিবে আমায় -
পারবে ফিরিয়ে দিতে -পারবে বন্দী করতে
শেকল বাঁধা কুঠিরে-
এক মুঠো সুধা পান করব তোমার পেয়ালা হতে
রহস্যভেদী দুর্গম গিরিখাতে -আলো হাতে
দল বেঁধে জোনাকির বিচরন -আমরন
আকুল আবেদন -ফিরিয়ে দিওনা ওপাস ঘুরে
একে কি প্রেম বলেনা! - কি বলে তবে
সমুদ্র-স্নানে যাব আমি মাতাল হব বলে
- নিয়ে যাবে আমায়
নিয়ে যাবে কি উত্তল ঢেউ ঘেরা জঙ্গলে
বন্ধুর পথ সুগম হবে -ভাসব তালে তালে
যদি একে প্রেম না বলে - কি তবে বলে?
তোমার পেয়ালা হতে
- গভীর রাতে
চুমুক দিয়েই মসগুল কান্তির বেদনাতে
আমাকে ফিরিয়ে দিওনা -ওপাস ফিরে
ঘামার্ত হতে চাই -মিশে যাই
তোমার প্রকান্ড হতাশার নগ্ন বাহুতলে
বন্দী হই -সঙ্গী হই -নন্দী হই - ভষ্ম হই
নিত্য মায়াজালে
একে কি প্রেম বলেনা! - কি বলে তবে
অজস্রবার ডুব দিতে দিতে ছুঁব আমি-
হৃদয় স্পন্দন।
তখনও কি ফিরিয়ে দিবে আমায় -
পারবে ফিরিয়ে দিতে -পারবে বন্দী করতে
শেকল বাঁধা কুঠিরে-
এক মুঠো সুধা পান করব তোমার পেয়ালা হতে
রহস্যভেদী দুর্গম গিরিখাতে -আলো হাতে
দল বেঁধে জোনাকির বিচরন -আমরন
আকুল আবেদন -ফিরিয়ে দিওনা ওপাস ঘুরে
একে কি প্রেম বলেনা! - কি বলে তবে
সমুদ্র-স্নানে যাব আমি মাতাল হব বলে
- নিয়ে যাবে আমায়
নিয়ে যাবে কি উত্তল ঢেউ ঘেরা জঙ্গলে
বন্ধুর পথ সুগম হবে -ভাসব তালে তালে
যদি একে প্রেম না বলে - কি তবে বলে?
Comments
Post a Comment