তুমিহীনা ।। বিশ্বাস
সে আমার কাছে এসেছিল
আমি না হয় পারিনি বলতে
হেরে যাওয়ার ভয় ছিল
সাহসের অভাব ছিল
লজ্বাবোধ জাগ্রত ছিল বলেই
তুমিও তো পারতে-
তুমিও তো কিছু বলতে পারতে
বলতে চেয়েছিলে কি?
হয়ত চেয়েছিলে হয়তোবা না
বার বার ফিরে ফিরে চেয়ে থেকেছি
বলতে চেয়েছি -পারিনি।
তুমি এক বার বলে দেখো
তোমার জন্যে প্রতিদিন সুখের
কবিতার সমুদ্রে ঢেউ বইয়ে দিব
ভালবাসার কথা কি করে বলতে হয়
ভুলে গেছি
ভুলতে চেয়েছি -পারিনি।
তোমার কি মনেটনে নেই
তুমিও কি পারতে না
কিসের ভয় তোমার -
তোমাকেই তো বেশি সাহসী মানায়।
আমি না বড্ড বেশি তুমিহীনা।
আমি না হয় পারিনি বলতে
হেরে যাওয়ার ভয় ছিল
সাহসের অভাব ছিল
লজ্বাবোধ জাগ্রত ছিল বলেই
তুমিও তো পারতে-
তুমিও তো কিছু বলতে পারতে
বলতে চেয়েছিলে কি?
হয়ত চেয়েছিলে হয়তোবা না
বার বার ফিরে ফিরে চেয়ে থেকেছি
বলতে চেয়েছি -পারিনি।
তুমি এক বার বলে দেখো
তোমার জন্যে প্রতিদিন সুখের
কবিতার সমুদ্রে ঢেউ বইয়ে দিব
ভালবাসার কথা কি করে বলতে হয়
ভুলে গেছি
ভুলতে চেয়েছি -পারিনি।
তোমার কি মনেটনে নেই
তুমিও কি পারতে না
কিসের ভয় তোমার -
তোমাকেই তো বেশি সাহসী মানায়।
আমি না বড্ড বেশি তুমিহীনা।
Comments
Post a Comment