আমি বাংলাদেশ বলছি ।। বিশ্বাস
নিরন্তর অন্তর দহনে জ্বলছি-
কষ্টে নয়- পাষান বেধে বুকে
দিন আমার যাই এ কোন অসুখে।
কষ্টে নয়- পাষান বেধে বুকে
দিন আমার যাই এ কোন অসুখে।
জীবন জুয়ায় মত্ত আমি সারা বেলা-
ঘরে আমার কাল কেউটের বসবাস
ফনা তুলে ছো মেরেই হাসফাস।
রন্ধ্রে রন্ধ্রে বিষ ছড়িরে পড়েছে-
জাগ্রত চেতনার অকেজো দশা
ক্ষমতার লড়াই - বিবর্ন বিদীশা।
গিলে ফেলতে পারলেই স্বস্তি-
ক্ষুধা মেটাতে তাজা রক্ত লাগে
তৃপ্ত হয় পরের দানে আপন ভাগে।
মিথ্যাটাকেই আজীবন সত্য বলে -
ফিরতে চাই ফের পুরোনো পথে
আজকে হেথা সবে ওদের সাথে।
বিবেক বোধের ভাটা পড়েছে-
আমি এদের গন্ড-মুর্খ বলি
বাধ্য হয়ে ওদের সাথেই চলি।
ঘরে আমার কাল কেউটের বসবাস
ফনা তুলে ছো মেরেই হাসফাস।
রন্ধ্রে রন্ধ্রে বিষ ছড়িরে পড়েছে-
জাগ্রত চেতনার অকেজো দশা
ক্ষমতার লড়াই - বিবর্ন বিদীশা।
গিলে ফেলতে পারলেই স্বস্তি-
ক্ষুধা মেটাতে তাজা রক্ত লাগে
তৃপ্ত হয় পরের দানে আপন ভাগে।
মিথ্যাটাকেই আজীবন সত্য বলে -
ফিরতে চাই ফের পুরোনো পথে
আজকে হেথা সবে ওদের সাথে।
বিবেক বোধের ভাটা পড়েছে-
আমি এদের গন্ড-মুর্খ বলি
বাধ্য হয়ে ওদের সাথেই চলি।
Comments
Post a Comment