শহীদ মিনারের জবান থেকে ।। কবি বিশ্বাস ( বাবা )
আমি শহীদের
আমি বাঙ্গালির
আমি বাংলা মায়ের ভাষার
আত্ন ...............।
আমি প্রতিদিন ভাষা
বিনিময় করি পশু-পাখি,
প্রানী-উদ্ভিদ সব,
সবার সাথে বিশ্ব মানব মায়ের
ভাষায় ।
আমি সৈনিক বিশ্ব মায়ের ভাষার ।
আমি ততদিন আছি দাড়িয়ে
যতদিন এই পৃথিবী নামক গ্রহটি
সৌরজগত থেকে খসে না পড়ে।
Comments
Post a Comment