টোকাই বচন ।। বিশ্বাস
ছন্নছড়া জীবন আমার
অন্ন ছাড়া পেট
ক্ষুধার জালা টের না পেলে
মাথা হয়না কারো হেট।
অন্ন ছাড়া পেট
ক্ষুধার জালা টের না পেলে
মাথা হয়না কারো হেট।
পেটের জন্যে খানা খুজি
রাস্তায়-ডাস্টবিনে
টাকার পাহাড় গড়ে ওরা
বিবেক-ভাবনা হীন মনে।
ঘুম পাড়ি গাছ তলাতে
মসা আমায় চেনে
তোমাদের তো আরাম হয়না
ঠান্ডা হাওয়া বিনে।
রাস্তায়-ডাস্টবিনে
টাকার পাহাড় গড়ে ওরা
বিবেক-ভাবনা হীন মনে।
ঘুম পাড়ি গাছ তলাতে
মসা আমায় চেনে
তোমাদের তো আরাম হয়না
ঠান্ডা হাওয়া বিনে।
Comments
Post a Comment