ব্যার্থ পান্ডুলিপি ।। বিশ্বাস
একটা গোলাপ তোমাকে দিতে চেয়েছি,
পারিনি।
পাপড়ি গুলো মলিন হয়ে ঝরে পড়েছে
একটা একটা করে কুড়িয়ে সযতনে সজ্জিত রেখেছি
হৃদয় কুঠোরে।
পারিনি।
পাপড়ি গুলো মলিন হয়ে ঝরে পড়েছে
একটা একটা করে কুড়িয়ে সযতনে সজ্জিত রেখেছি
হৃদয় কুঠোরে।
স্মৃতি ক্যামন জানি বিহ্বল প্রায়শই।
তোমাকে দেখার আনন্দে গেয়ে ওঠে না
আমার চঞ্চল মন।
দারিদ্রতার আকাশচুম্বি দেহ আমার।
খড়কুটোর ঘর বাধার সপ্ন নিয়েই বেঁচে আছি
আকাশ পানে চেয়ে।
শরীরে, মননে, চিত্তে তোমার বসবাস।
ভালবাসার মন্ত্রগুলো ঝর্নার স্রোতের মতো
রিনরিন করে বেজে ওঠে,
বুকের ভেতরে ছোট্ট জায়গা থেকে।
তোমাকে দেখার আনন্দে গেয়ে ওঠে না
আমার চঞ্চল মন।
দারিদ্রতার আকাশচুম্বি দেহ আমার।
খড়কুটোর ঘর বাধার সপ্ন নিয়েই বেঁচে আছি
আকাশ পানে চেয়ে।
শরীরে, মননে, চিত্তে তোমার বসবাস।
ভালবাসার মন্ত্রগুলো ঝর্নার স্রোতের মতো
রিনরিন করে বেজে ওঠে,
বুকের ভেতরে ছোট্ট জায়গা থেকে।
Comments
Post a Comment