আবদার ।। বিশ্বাস

চপল চলনে হিয়ার নয়নে
হাঁটিতে হাঁটিতে সখা
দুখানি গোপন মনষ্কথা।
কই - কব- কোলাম কিন্তু?

ঠোটের উত্তাপে পুড়তে চাই শরীর
আমাকে দাহ করো অনন্ত যৌবনা হরিনী
তুমি তো নন্দন সৃষ্টি জাত মানব ঈশ্বরী
আমি গলতে চাই জ্বলতে চাই
শরীর খেলায় শুদ্ধ কর মোরে
এটুকুই আবদার।
খুব বেশি কি মনুষ্য জাত জননী?
চিত্ত বিনোদিনী
নন্দিত বন্দিনী।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি