দন্দ ।। বিশ্বাস
ছন্দ মনে দন্দ বেঁধেছে
ঘুম করেছে আড়ি
একলা মানুষ একলা মনে
ভাবনায় জমায় পাড়ি।
ঘুম করেছে আড়ি
একলা মানুষ একলা মনে
ভাবনায় জমায় পাড়ি।
অন্ধ বনে গন্ধে টানে
চলে নিত্য হুড়োহুড়ি
সভ্য মানুষ সভ্য সমাজ
আস্ত বদের ধাড়ি।
মিথ্যা আলোয় বন্ধ ঘরে
ভন্ড জমায় পাড়ি
ওরাই নাকি সঠিক জানে
পাল্লা ওদের ভারি।
তাল নেই সুর নেই
নেই কথার মানে
সঙ সেজে বসে আছে
কেবা তা জানে।
কে বলিবে তোমারে
কে ধরিবে হাল
ঢং ছাড়ো সঙ ছাড়ো
উড়াতে হবে পাল ।
চলে নিত্য হুড়োহুড়ি
সভ্য মানুষ সভ্য সমাজ
আস্ত বদের ধাড়ি।
মিথ্যা আলোয় বন্ধ ঘরে
ভন্ড জমায় পাড়ি
ওরাই নাকি সঠিক জানে
পাল্লা ওদের ভারি।
তাল নেই সুর নেই
নেই কথার মানে
সঙ সেজে বসে আছে
কেবা তা জানে।
কে বলিবে তোমারে
কে ধরিবে হাল
ঢং ছাড়ো সঙ ছাড়ো
উড়াতে হবে পাল ।
Comments
Post a Comment