আমার কৃষ্ণকলি
আজও আমার বেলা গড়িয়ে যাই তোমার অপেক্ষায়
একা দাঁড়িয়ে বসে ভাবি -
এই বুঝি তুমি এলে - এসেই পাশে বসে পড়ে
কত কথা- কত আলাপন
প্রচন্ড রাগে টগবগিয়ে উঠছে তোমার ঐ মায়াবী চোখ
হরিনীর মত তোমার ঐ চোখ দুটো
যা দেখে আমি সেই যে প্রেমে পড়েছি
ভুলতে চেয়েও পারিনি ভুলে যেতে
তুমিই আমার রবীন্দ্রনাথের কৃষ্ণকলি
চতুর্দিকে আমি কেবল তোমার কথাই বলি।
একা দাঁড়িয়ে বসে ভাবি -
এই বুঝি তুমি এলে - এসেই পাশে বসে পড়ে
কত কথা- কত আলাপন
প্রচন্ড রাগে টগবগিয়ে উঠছে তোমার ঐ মায়াবী চোখ
হরিনীর মত তোমার ঐ চোখ দুটো
যা দেখে আমি সেই যে প্রেমে পড়েছি
ভুলতে চেয়েও পারিনি ভুলে যেতে
তুমিই আমার রবীন্দ্রনাথের কৃষ্ণকলি
চতুর্দিকে আমি কেবল তোমার কথাই বলি।
Comments
Post a Comment