অদ্ভুত শব্দের গল্প
দূরে কোথাও বন্দীদশার গল্প চলে
মনে যা চাই নিজের মত করে বানিয়ে বলে
কতোগুলো অদ্ভুত শব্দ জুড়ে দেয়
অর্থহীন নির্বোধের মত মস্তিষ্কে লালন করে
অদুরের ঐ চিলগুলো অজথা গর্জন তোলে
অকারনে অদ্ভুত শব্দে গাজনে হারায়
রঙের মাতামাতি দেখে দ্বন্দে পড়ে যাই
নির্দিষ্ট কোন রঙ নই - নির্দিষ্ট কোন ঢং নই
প্রানী হিসেবে মানুষ সবাই তবে
যখন একদল একরং অন্যের প্রতি ঘৃনা পোষন করে
দ্বন্দটা তখনই লেগে যাই
মনুষত্ব্যহীন ছাড়া আর কি বলা যাই
সৃষ্টিতত্বের উদ্ভট শব্দের প্রতিধ্বনি শুনি
আসলে দন্দটা বোধ হয় বিশ্ব ক্ষমতায়নের
কোথায় কে কতটা প্রভাব বিস্তার করতে পারে
নিজেদের মত শ্রেয় কিছু নাই যারা বলে
তারা আসলে অন্ধ - ভুল শব্দ বলে বেড়ায়
নতুনের পথে - জীবনের খুশির পথে বাধা হতে চাই
ভাল লাগার অর্থ বোঝেনা - শান্তি খোঁজেনা
খাই আর ঘুমায় - যৌক্তিক শব্দটা বোধে আসেনা
কল্পনার ঘোরে ঘুরে মগজ -
থেকে থেকে রক্ত-পিপাশু নানান বেশে
নানা ডালে বেড়ায় ভেসে।
মনে যা চাই নিজের মত করে বানিয়ে বলে
কতোগুলো অদ্ভুত শব্দ জুড়ে দেয়
অর্থহীন নির্বোধের মত মস্তিষ্কে লালন করে
অদুরের ঐ চিলগুলো অজথা গর্জন তোলে
অকারনে অদ্ভুত শব্দে গাজনে হারায়
রঙের মাতামাতি দেখে দ্বন্দে পড়ে যাই
নির্দিষ্ট কোন রঙ নই - নির্দিষ্ট কোন ঢং নই
প্রানী হিসেবে মানুষ সবাই তবে
যখন একদল একরং অন্যের প্রতি ঘৃনা পোষন করে
দ্বন্দটা তখনই লেগে যাই
মনুষত্ব্যহীন ছাড়া আর কি বলা যাই
সৃষ্টিতত্বের উদ্ভট শব্দের প্রতিধ্বনি শুনি
আসলে দন্দটা বোধ হয় বিশ্ব ক্ষমতায়নের
কোথায় কে কতটা প্রভাব বিস্তার করতে পারে
নিজেদের মত শ্রেয় কিছু নাই যারা বলে
তারা আসলে অন্ধ - ভুল শব্দ বলে বেড়ায়
নতুনের পথে - জীবনের খুশির পথে বাধা হতে চাই
ভাল লাগার অর্থ বোঝেনা - শান্তি খোঁজেনা
খাই আর ঘুমায় - যৌক্তিক শব্দটা বোধে আসেনা
কল্পনার ঘোরে ঘুরে মগজ -
থেকে থেকে রক্ত-পিপাশু নানান বেশে
নানা ডালে বেড়ায় ভেসে।
Comments
Post a Comment