ছন্দপতন

একা থাকাটা অভ্যাসে পরিনত হয়ে গেছে
একা একা হাঁটি এদিক সেদিক -
যা কিছু দেখি - জঞ্জালে ভরা এই শহর
ঠান্ডা হাওয়ায় পা তুলে নাচে বসে বসে
রাস্তার পাশে পড়ে থাকা ময়লা আবর্জনার স্তুুপ
থেকে থেকে বাঁদর তৈরি হয়েছে কিছু
অযথা অকারনে ছুটে অন্যের পিছু। 


কেউ কেউ আবার অযথায় বঁড়ায়ে ব্যস্ত
পকেট পুরে ঘরে ফিরতে পারলেই যেন
সমস্ত কাজ শেষ হয়ে যাই মশায়ের
কিছুটা বিমর্ষ হয়ে পড়ি থেকে থেকে
প্রচন্ড রাগে শরীরের প্রতিটি নিউরন জ্বালাতন করে
ধিক তোমাদের এই মিথ্যার প্রার্থনা
শতধিক তাদের যারা মিথ্যা নিয়ে বড়াই করে
ছল-চাতুরির আশ্রয়ে জীবন গড়ে।

ছন্দপতন ঘটে গল্প রচনাকালে
যাবতীয় ঝুট-ঝামেলার মাঝে সংসার
থামিয়ে দিতে অদ্ভুত দায়িত্ববোধের কথা বলে
পারিবারিক চাপে তটস্থ হই বারংবার।

মাঝে মধ্যে মনে হয় নিজেকে হারিয়ে ফেলি
থেমে যাক মানুষ হিসেবে পথচলা।
প্রতিহিংসায় বিভেদ দেখে দেখে -
ধ্বংসের লীলাখেলার তালে তালে নাচে
আদিম উগ্রতার মাঝে প্রাণের দাম রচে
আর থেকে মনে হয় নির্বোধ চিৎকার করে বাঁচে।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি