নতুনত্ব খুঁজি
জ্ঞানহীন শব্দের উৎশৃঙ্খল চিৎকার
নির্দ্বিধায় ছড়াচ্ছে ধিক্কার।
এক বই - একের কথা
সৃষ্টি করে বিদ্রুপ-বাতুলতা।
নির্দ্বিধায় ছড়াচ্ছে ধিক্কার।
এক বই - একের কথা
সৃষ্টি করে বিদ্রুপ-বাতুলতা।
জগতের কদাচিৎ বিকৃত রুপ বলতে -
আমি বরং বন্দীদশাকেই বুঝি -
কিছু বিকৃত চিন্তার মস্তিষ্কের গন্ডি বুঝি -
উৎশৃঙ্খল কুরুচিকর কু-কির্তি মনে হয় সবই
কিছুটা প্রয়োজনে - কিছুটা ঘৃন্যতার নামে।
প্রতিনিয়ত নতুনত্ব খুঁজি - নতুনভাবে
নতুন কিছু বুঝি।
আমি বরং বন্দীদশাকেই বুঝি -
কিছু বিকৃত চিন্তার মস্তিষ্কের গন্ডি বুঝি -
উৎশৃঙ্খল কুরুচিকর কু-কির্তি মনে হয় সবই
কিছুটা প্রয়োজনে - কিছুটা ঘৃন্যতার নামে।
প্রতিনিয়ত নতুনত্ব খুঁজি - নতুনভাবে
নতুন কিছু বুঝি।
Comments
Post a Comment