কিশোরী ।। বিশ্বাস
বাঁকা ঠোঁট বাঁকা চাহনী -
বাঁকা চাঁদের হাসি - বড্ড ভালবাসি
রমনী-কেন তোমাকে হতে হয় আবেদনময়ী?
কাকে ডাকছো তুমি - ইশারায় অমন করে।
কার বুকে চুমু আঁকতে চাও তুমি -
কিশোরী ভান করে মান করে - হয় অভিমানী।
ক্যামনে বুঝিব তোমায় আজও ন জানি।
বাঁকা চাঁদের হাসি - বড্ড ভালবাসি
রমনী-কেন তোমাকে হতে হয় আবেদনময়ী?
কাকে ডাকছো তুমি - ইশারায় অমন করে।
কার বুকে চুমু আঁকতে চাও তুমি -
কিশোরী ভান করে মান করে - হয় অভিমানী।
ক্যামনে বুঝিব তোমায় আজও ন জানি।
Comments
Post a Comment