ভ্রান্ত । । বিশ্বাস
১
শিক্ষিত লোকজন গালি দেয় না -
মজা করতে দু-একবার উচ্চারন করে বন্ধুদের সামনে
অথবা প্রচন্ড রেগে গেলে শব্দাকারে বের হয়ে আসে দু-একবার।
নেতাদের পালা কুত্তাগুলো বড় ত্যাদর ধরনের।
এদের মুখে গালি ছাড়া আর কিছু আসেনা।
২
কোনো কারনে বা সামান্য ধাক্কা লাগলে
যদি কাওকে সরি না বলে দুঃখিত বলেন
লোকে আপনাকে পাগল ভাববে।
শিক্ষিত লোকজন গালি দেয় না -
মজা করতে দু-একবার উচ্চারন করে বন্ধুদের সামনে
অথবা প্রচন্ড রেগে গেলে শব্দাকারে বের হয়ে আসে দু-একবার।
নেতাদের পালা কুত্তাগুলো বড় ত্যাদর ধরনের।
এদের মুখে গালি ছাড়া আর কিছু আসেনা।
২
কোনো কারনে বা সামান্য ধাক্কা লাগলে
যদি কাওকে সরি না বলে দুঃখিত বলেন
লোকে আপনাকে পাগল ভাববে।
৩
আমি তোমাকে ঘুমের স্বপ্নে দেখিনা
কেন জানো! না বললে জানবে কি করে
স্বপ্নে দেখলেই আমার দোষ হয়ে যাই
আমি নির্লজ্জ হয়ে যাই
জ্ঞান-বুদ্ধি-বিবেক-বিচার-বিশ্লেষণ থাকে না আমার
থাকে শুধু কামনা-বাসনা-ক্ষুধা-তৃষ্ণা।
আমি তোমাকে ঘুমের স্বপ্নে দেখিনা
কেন জানো! না বললে জানবে কি করে
স্বপ্নে দেখলেই আমার দোষ হয়ে যাই
আমি নির্লজ্জ হয়ে যাই
জ্ঞান-বুদ্ধি-বিবেক-বিচার-বিশ্লেষণ থাকে না আমার
থাকে শুধু কামনা-বাসনা-ক্ষুধা-তৃষ্ণা।
Comments
Post a Comment