ভ্রান্ত । । বিশ্বাস


শিক্ষিত লোকজন গালি দেয় না -
মজা করতে দু-একবার উচ্চারন করে বন্ধুদের সামনে
অথবা প্রচন্ড রেগে গেলে শব্দাকারে বের হয়ে আসে দু-একবার।
নেতাদের পালা কুত্তাগুলো বড় ত্যাদর ধরনের।
এদের মুখে গালি ছাড়া আর কিছু আসেনা।


কোনো কারনে বা সামান্য ধাক্কা লাগলে 

যদি কাওকে সরি না বলে দুঃখিত বলেন 
লোকে আপনাকে পাগল ভাববে।


আমি তোমাকে ঘুমের স্বপ্নে দেখিনা
কেন জানো! না বললে জানবে কি করে
স্বপ্নে দেখলেই আমার দোষ হয়ে যাই
আমি নির্লজ্জ হয়ে যাই
জ্ঞান-বুদ্ধি-বিবেক-বিচার-বিশ্লেষণ থাকে না আমার
থাকে শুধু কামনা-বাসনা-ক্ষুধা-তৃষ্ণা।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি