কোন এক নারীকে ।। বিশ্বাস
কোন শরীরের কাছাকাছি যাইনি আমি
কখনো খুলে দেখা হইনি কোন নারীকে
কখনও নাভিমুলের গভীর সমুদ্রে সাঁতার দেয়া হইনি
কেবল মাত্র তোমাকে ছুঁইয়ে দেখতে চেয়েছি
তোমার পাশে নিশি যাপন করতে চেয়েছি
তোমার ওই চোখের পানে নির্বাক চেয়ে থাকতে চেয়েছি -
ওই কপালে চুমু আঁকতে চাই বলে
ওই গৌড় বর্ণের শরীরের ভাঁজে স্পর্শ চাই বলে
আজও আমি কোন শরীরের গভীরে যাইনি ।
আমি কখনও কোন খোলা পিঠে হাত বুলাইনি
পরম মমত্তে গভীর আলিঙ্গনে লিপ্ত হইনি
অন্য কোন প্রত্তিছবি আঁকেনি এই চোখ
তুমি ব্যাতিত অন্য কোন রূপমোহে আচ্ছন্ন হইনি
কখনও অন্য কারও সময় চাইনি এভাবে
যেমনটা তোমার কাছে চেয়েছিলাম ।
হইত ভুলে গেছ - হইত রোজ নতুন কিছু নিয়ে বাঁচো
হয়ত ভুলে জেতে পারো অনাআসে
এদিকে সহস্র বেদনা বুকের একপাশে ।
ভালবাসলে এমনই বোধই হয় -
কষ্ট পেতে পেতে এক সময় সুখের সৃত্মিগুলো বিলীন হয়ে যায়
দুরত্ব বাড়তে বাড়তে বিভেদে রপান্তর হয়
নইলে জন্ম নেয় মানিয়ে চলার মানসিকতা।
কখনো খুলে দেখা হইনি কোন নারীকে
কখনও নাভিমুলের গভীর সমুদ্রে সাঁতার দেয়া হইনি
কেবল মাত্র তোমাকে ছুঁইয়ে দেখতে চেয়েছি
তোমার পাশে নিশি যাপন করতে চেয়েছি
তোমার ওই চোখের পানে নির্বাক চেয়ে থাকতে চেয়েছি -
ওই কপালে চুমু আঁকতে চাই বলে
ওই গৌড় বর্ণের শরীরের ভাঁজে স্পর্শ চাই বলে
আজও আমি কোন শরীরের গভীরে যাইনি ।
আমি কখনও কোন খোলা পিঠে হাত বুলাইনি
পরম মমত্তে গভীর আলিঙ্গনে লিপ্ত হইনি
অন্য কোন প্রত্তিছবি আঁকেনি এই চোখ
তুমি ব্যাতিত অন্য কোন রূপমোহে আচ্ছন্ন হইনি
কখনও অন্য কারও সময় চাইনি এভাবে
যেমনটা তোমার কাছে চেয়েছিলাম ।
হইত ভুলে গেছ - হইত রোজ নতুন কিছু নিয়ে বাঁচো
হয়ত ভুলে জেতে পারো অনাআসে
এদিকে সহস্র বেদনা বুকের একপাশে ।
ভালবাসলে এমনই বোধই হয় -
কষ্ট পেতে পেতে এক সময় সুখের সৃত্মিগুলো বিলীন হয়ে যায়
দুরত্ব বাড়তে বাড়তে বিভেদে রপান্তর হয়
নইলে জন্ম নেয় মানিয়ে চলার মানসিকতা।
Comments
Post a Comment