জ্বলছি যেদিন থেকে ।। বিশ্বাস
আমি ভালবাসাই বিশ্বাসী
ভেবেছিলাম মানুষের প্রতি ভালবাসাই মানুষকে বাঁচিয়ে রাখে
নির্বিশেষে ভালবাসতে চেয়েছি জাতহীন
নির্ভয়ে ঘুরে ফিরে বেড়িয়েছি জনাকীর্ণ অলিগলি ।
লোকারন্যের এই শহরে আগে কখনও তোমাকে একা হাঁটতে দেখিনি
চেয়েছিলাম এই বদ্ধ শহরটার রাস্তাই একা বীরদর্পে হাঁটবে তুমি
মনের মত করে বাঁচবে নাচবে গাইবে
ইচ্ছা হলে ঘুরে ফিরবে গহীন অলিগলির শহরে ।
তোমার সেই সাহস জোগাতেই আজও চলে অভিনয়
অনেক ইচ্ছার বলিদান দিয়ে বাঁচে অনেকে
এই যেমন আমি আর আগের মত নেই
প্রতি মুহূর্তে জ্বালাই জ্বলছি ভালবেসে ।
এখনও আমার সময়গুলো অযথাই বয়ে যাই
এখন আর আগের মত কোন কিছুই করা হয় না
আগের মত সময় দিয়ে কোন কাজ হয় না আমাকে দিয়ে
মনোযোগ হারিয়ে গেছে সেই দিন থেকে ।
ভেবেছিলাম মানুষের প্রতি ভালবাসাই মানুষকে বাঁচিয়ে রাখে
নির্বিশেষে ভালবাসতে চেয়েছি জাতহীন
নির্ভয়ে ঘুরে ফিরে বেড়িয়েছি জনাকীর্ণ অলিগলি ।
লোকারন্যের এই শহরে আগে কখনও তোমাকে একা হাঁটতে দেখিনি
চেয়েছিলাম এই বদ্ধ শহরটার রাস্তাই একা বীরদর্পে হাঁটবে তুমি
মনের মত করে বাঁচবে নাচবে গাইবে
ইচ্ছা হলে ঘুরে ফিরবে গহীন অলিগলির শহরে ।
তোমার সেই সাহস জোগাতেই আজও চলে অভিনয়
অনেক ইচ্ছার বলিদান দিয়ে বাঁচে অনেকে
এই যেমন আমি আর আগের মত নেই
প্রতি মুহূর্তে জ্বালাই জ্বলছি ভালবেসে ।
এখনও আমার সময়গুলো অযথাই বয়ে যাই
এখন আর আগের মত কোন কিছুই করা হয় না
আগের মত সময় দিয়ে কোন কাজ হয় না আমাকে দিয়ে
মনোযোগ হারিয়ে গেছে সেই দিন থেকে ।
Comments
Post a Comment