Posts

Showing posts from October, 2016

উল্টো রথ ।। বিশ্বাস

হর রোজ ভোরবেলাতে - মিষ্টি রোদে সূর্য হাসে - ভীষন গোপন অভিলাষে - দিন ফুরালেই অন্ধকার নেমে আসে আলোর মেলায় কালোর ভেলা - ভাসছে সারাবেলা 'আমি সঠিক আমি সঠিক' চলছে একি লীলা। নন্দিত নরকে বিকৃত শোভন শেখে কারাগার বাস -বিকৃত অভ্যাসে। তবু পেছনের পথে মত্ত রথযাত্রা - কি আশ্চর্য! -ছাড়িয়ে চলেছে মাত্রা ঘোড়া ভেবে গাধার পিঠে চাবুক চাপড়ায়। চারপাশে এ কি দেখি - কেন পরিবেশ এত গম্ভীর কাদা ছোঁড়াছুড়ির সংস্কৃতি -দাবানলে দাম্ভীক। সাড়া জাগাও প্রানে - অন্ধকার ঘুচে যাক ভালবাসার গানে মুক্ত করো ভয় -খুলে দাও প্রনয়ের দ্বার গন্ডিতে পরাজয় -নেবে কে এই ভার।

তুমিহীনা ।। বিশ্বাস

সে আমার কাছে এসেছিল আমি না হয় পারিনি বলতে হেরে যাওয়ার ভয় ছিল সাহসের অভাব ছিল লজ্বাবোধ জাগ্রত ছিল বলেই তুমিও তো পারতে- তুমিও তো কিছু বলতে পারতে বলতে চেয়েছিলে কি? হয়ত চেয়েছিলে হয়তোবা না বার বার ফিরে ফিরে চেয়ে থেকেছি বলতে চেয়েছি -পারিনি। তুমি এক বার বলে দেখো তোমার জন্যে প্রতিদিন সুখের কবিতার সমুদ্রে ঢেউ বইয়ে দিব ভালবাসার কথা কি করে বলতে হয় ভুলে গেছি ভুলতে চেয়েছি -পারিনি। তোমার কি মনেটনে নেই তুমিও কি পারতে না কিসের ভয় তোমার - তোমাকেই তো বেশি সাহসী মানায়। আমি না বড্ড বেশি তুমিহীনা।

ভুলিনি প্রিয় চিঠি ।। বিশ্বাস

বহুদিন পরে তোমার একটা চিঠি চিঠিতে বলেছিলে পুকুর পাড়ে অপেক্ষা করবে দুপুর গড়িয়ে সারাটা বিকেল কেটে গেছে প্রতীক্ষায় যখন এলে আকাশে গোধুলীর রং সুর্যটা লাল টকটকে -ধীরে ধীরে রং বদলাতে চাচ্ছে আলোটা মুখে পড়তেই কি যে মিষ্টি লাগছিল তোমাকে পানিতে তোমার প্রতিচ্ছবি - মনে হয় কোন জল কন্যাকে দেখছি আমি এত গভীর ভাবে আগে কখনও দেখিনি এত গভীর ভাবে আগে পড়িনি তোমার প্রেমে হাতে হাত রেখে জানতে চেয়েছি 'ক্যামন আছো? প্রতি উত্তরে ভাল বলেছিলে বলতে গিয়ে চোখদুটো ছলছল করছিল এসেই চলে গিয়েছিলে বলেছিলে যেন ভুলে যাই সেই যে গেলে -আর এলে না পুকুর পাড়ে আর কোন চিঠি আসেনি কখনও আমি ভুলতে পারিনি প্রিয়, চাইলেই কি সব ভোলা যায়।

আমি বাংলাদেশ বলছি ।। বিশ্বাস

নিরন্তর অন্তর দহনে জ্বলছি- কষ্টে নয়- পাষান বেধে বুকে দিন আমার যাই এ কোন অসুখে।  জীবন জুয়ায় মত্ত আমি সারা বেলা- ঘরে আমার কাল কেউটের বসবাস ফনা তুলে ছো মেরেই হাসফাস। রন্ধ্রে রন্ধ্রে বিষ ছড়িরে পড়েছে- জাগ্রত চেতনার অকেজো দশা ক্ষমতার লড়াই - বিবর্ন বিদীশা। গিলে ফেলতে পারলেই স্বস্তি- ক্ষুধা মেটাতে তাজা রক্ত লাগে তৃপ্ত হয় পরের দানে আপন ভাগে। মিথ্যাটাকেই আজীবন সত্য বলে - ফিরতে চাই ফের পুরোনো পথে আজকে হেথা সবে ওদের সাথে। বিবেক বোধের ভাটা পড়েছে- আমি এদের গন্ড-মুর্খ বলি বাধ্য হয়ে ওদের সাথেই চলি।

হেমলক বিষ ।। বিশ্বাস

একমুঠো হেমলক বিষ পান করব  তোমার পেয়ালা হতে                               - গভীর রাতে চুমুক দিয়েই মসগুল কান্তির বেদনাতে আমাকে ফিরিয়ে দিওনা -ওপাস ফিরে ঘামার্ত হতে চাই -মিশে যাই তোমার প্রকান্ড হতাশার নগ্ন বাহুতলে বন্দী হই -সঙ্গী হই -নন্দী হই - ভষ্ম হই নিত্য মায়াজালে একে কি প্রেম বলেনা! - কি বলে তবে অজস্রবার ডুব দিতে দিতে ছুঁব আমি- হৃদয় স্পন্দন। তখনও কি ফিরিয়ে দিবে আমায় - পারবে ফিরিয়ে দিতে -পারবে বন্দী করতে শেকল বাঁধা কুঠিরে- এক মুঠো সুধা পান করব তোমার পেয়ালা হতে রহস্যভেদী দুর্গম গিরিখাতে -আলো হাতে দল বেঁধে জোনাকির বিচরন -আমরন আকুল আবেদন -ফিরিয়ে দিওনা ওপাস ঘুরে একে কি প্রেম বলেনা! - কি বলে তবে সমুদ্র-স্নানে যাব আমি মাতাল হব বলে                          ...