Posts

Showing posts from July, 2016

টোকাই বচন ।। বিশ্বাস

ছন্নছড়া জীবন আমার অন্ন ছাড়া পেট ক্ষুধার জালা টের না পেলে মাথা হয়না কারো হেট। পেটের জন্যে খানা খুজি রাস্তায়-ডাস্টবিনে টাকার পাহাড় গড়ে ওরা বিবেক-ভাবনা হীন মনে। ঘুম পাড়ি গাছ তলাতে মসা আমায় চেনে তোমাদের তো আরাম হয়না ঠান্ডা হাওয়া বিনে।

দন্দ ।। বিশ্বাস

ছন্দ মনে দন্দ বেঁধেছে ঘুম করেছে আড়ি একলা মানুষ একলা মনে ভাবনায় জমায় পাড়ি। অন্ধ বনে গন্ধে টানে চলে নিত্য হুড়োহুড়ি সভ্য মানুষ সভ্য সমাজ আস্ত বদের ধাড়ি। মিথ্যা আলোয় বন্ধ ঘরে ভন্ড জমায় পাড়ি ওরাই নাকি সঠিক জানে পাল্লা ওদের ভারি। তাল নেই সুর নেই নেই কথার মানে সঙ সেজে বসে আছে কেবা তা জানে। কে বলিবে তোমারে কে ধরিবে হাল ঢং ছাড়ো সঙ ছাড়ো উড়াতে হবে পাল ।

আবদার ।। বিশ্বাস

চপল চলনে হিয়ার নয়নে হাঁটিতে হাঁটিতে সখা দুখানি গোপন মনষ্কথা। কই - কব- কোলাম কিন্তু? ঠোটের উত্তাপে পুড়তে চাই শরীর আমাকে দাহ করো অনন্ত যৌবনা হরিনী তুমি তো নন্দন সৃষ্টি জাত মানব ঈশ্বরী আমি গলতে চাই জ্বলতে চাই শরীর খেলায় শুদ্ধ কর মোরে এটুকুই আবদার। খুব বেশি কি মনুষ্য জাত জননী? চিত্ত বিনোদিনী নন্দিত বন্দিনী।

শহীদ মিনারের জবান থেকে ।। কবি বিশ্বাস ( বাবা )

আমি শহীদের আমি বাঙ্গালির আমি বাংলা মায়ের ভাষার                               আত্ন ...............। আমি প্রতিদিন ভাষা বিনিময় করি পশু-পাখি, প্রানী-উদ্ভিদ সব, সবার সাথে বিশ্ব মানব মায়ের                                      ভাষায় । আমি সৈনিক বিশ্ব মায়ের ভাষার । আমি ততদিন আছি দাড়িয়ে যতদিন এই পৃথিবী নামক গ্রহটি সৌরজগত থেকে খসে না পড়ে।

ব্যার্থ পান্ডুলিপি ।। বিশ্বাস

একটা গোলাপ তোমাকে দিতে চেয়েছি,                                                পারিনি। পাপড়ি গুলো মলিন হয়ে ঝরে পড়েছে একটা একটা করে কুড়িয়ে সযতনে সজ্জিত রেখেছি                                                হৃদয় কুঠোরে। স্মৃতি ক্যামন জানি বিহ্বল প্রায়শই। তোমাকে দেখার আনন্দে গেয়ে ওঠে না                                আমার চঞ্চল মন। দারিদ্রতার আকাশচুম্বি দেহ আমার। খড়কুটোর ঘর বাধার সপ্ন নিয়েই বেঁচে আছি               ...