Posts

Showing posts from January, 2019

আমার কৃষ্ণকলি

আজও আমার বেলা গড়িয়ে যাই তোমার অপেক্ষায় একা দাঁড়িয়ে বসে ভাবি - এই বুঝি তুমি এলে - এসেই পাশে বসে পড়ে কত কথা- কত আলাপন প্রচন্ড রাগে টগবগিয়ে উঠছে তোমার ঐ মায়াবী চোখ হরিনীর মত তোমার ঐ চোখ দুটো যা দেখে আমি সেই যে প্রেমে পড়েছি ভুলতে চেয়েও পারিনি ভুলে যেতে তুমিই আমার রবীন্দ্রনাথের কৃষ্ণকলি চতুর্দিকে আমি কেবল তোমার কথাই বলি।

নতুনত্ব খুঁজি

জ্ঞানহীন শব্দের উৎশৃঙ্খল চিৎকার নির্দ্বিধায় ছড়াচ্ছে ধিক্কার। এক বই - একের কথা সৃষ্টি করে বিদ্রুপ-বাতুলতা। জগতের কদাচিৎ বিকৃত রুপ বলতে - আমি বরং বন্দীদশাকেই বুঝি - কিছু বিকৃত চিন্তার মস্তিষ্কের গন্ডি বুঝি - উৎশৃঙ্খল কুরুচিকর কু-কির্তি মনে হয় সবই কিছুটা প্রয়োজনে - কিছুটা ঘৃন্যতার নামে। প্রতিনিয়ত নতুনত্ব খুঁজি - নতুনভাবে নতুন কিছু বুঝি।

ছন্দপতন

একা থাকাটা অভ্যাসে পরিনত হয়ে গেছে একা একা হাঁটি এদিক সেদিক - যা কিছু দেখি - জঞ্জালে ভরা এই শহর ঠান্ডা হাওয়ায় পা তুলে নাচে বসে বসে রাস্তার পাশে পড়ে থাকা ময়লা আবর্জনার স্তুুপ থেকে থেকে বাঁদর তৈরি হয়েছে কিছু অযথা অকারনে ছুটে অন্যের পিছু।  কেউ কেউ আবার অযথায় বঁড়ায়ে ব্যস্ত পকেট পুরে ঘরে ফিরতে পারলেই যেন সমস্ত কাজ শেষ হয়ে যাই মশায়ের কিছুটা বিমর্ষ হয়ে পড়ি থেকে থেকে প্রচন্ড রাগে শরীরের প্রতিটি নিউরন জ্বালাতন করে ধিক তোমাদের এই মিথ্যার প্রার্থনা শতধিক তাদের যারা মিথ্যা নিয়ে বড়াই করে ছল-চাতুরির আশ্রয়ে জীবন গড়ে। ছন্দপতন ঘটে গল্প রচনাকালে যাবতীয় ঝুট-ঝামেলার মাঝে সংসার থামিয়ে দিতে অদ্ভুত দায়িত্ববোধের কথা বলে পারিবারিক চাপে তটস্থ হই বারংবার। মাঝে মধ্যে মনে হয় নিজেকে হারিয়ে ফেলি থেমে যাক মানুষ হিসেবে পথচলা। প্রতিহিংসায় বিভেদ দেখে দেখে - ধ্বংসের লীলাখেলার তালে তালে নাচে আদিম উগ্রতার মাঝে প্রাণের দাম রচে আর থেকে মনে হয় নির্বোধ চিৎকার করে বাঁচে।

অদ্ভুত শব্দের গল্প

দূরে কোথাও বন্দীদশার গল্প চলে মনে যা চাই নিজের মত করে বানিয়ে বলে কতোগুলো অদ্ভুত শব্দ জুড়ে দেয় অর্থহীন নির্বোধের মত মস্তিষ্কে লালন করে অদুরের ঐ চিলগুলো অজথা গর্জন তোলে অকারনে অদ্ভুত শব্দে গাজনে হারায় রঙের মাতামাতি দেখে দ্বন্দে পড়ে যাই নির্দিষ্ট কোন রঙ নই - নির্দিষ্ট কোন ঢং নই প্রানী হিসেবে মানুষ সবাই তবে যখন একদল একরং অন্যের প্রতি ঘৃনা পোষন করে দ্বন্দটা তখনই লেগে যাই মনুষত্ব্যহীন ছাড়া আর কি বলা যাই সৃষ্টিতত্বের উদ্ভট শব্দের প্রতিধ্বনি শুনি আসলে দন্দটা বোধ হয় বিশ্ব ক্ষমতায়নের কোথায় কে কতটা প্রভাব বিস্তার করতে পারে নিজেদের মত শ্রেয় কিছু নাই যারা বলে তারা আসলে অন্ধ - ভুল শব্দ বলে বেড়ায় নতুনের পথে - জীবনের খুশির পথে বাধা হতে চাই ভাল লাগার অর্থ বোঝেনা - শান্তি খোঁজেনা খাই আর ঘুমায় - যৌক্তিক শব্দটা বোধে আসেনা  কল্পনার ঘোরে ঘুরে মগজ - থেকে থেকে রক্ত-পিপাশু নানান বেশে নানা ডালে বেড়ায় ভেসে।