মাটির জন্য
করুনার কাছে সম্মান বলতে আর কিছু বাকী রইল না
চাইনা তোমাদের ওই আকাশ ছোঁয়া অট্টালিকা
দারুন খেলাই তো খেলে চলেছো
শুধু প্রাণ নয় কান চিলে নিয়ে চলে গেলে আর ফেরে না
চাইনা তোমাদের মিথ্যা নিয়ে বাঁচার আশা
ভালবাসার রংগুলোকে চিনি ভেবে ভুলে ছিলাম
ঝংকার নাচনে গাজনের রংগুলো ভিন্ন
কিছু নির্বোধ একসাথে মিলে দাপটে ফেটে পড়ে
কথায় কথায় ক্ষমতা ফলাতে - সকালের মেঘগুলোকে
বিকালে পরে ল্যাম্পোস্টের নিচে দাঁড়িয়ে থাকা যুবক -
তার সাথে যুক্ত হয় ওপাড়ার বিলেত ফেরত কতোক
ধ্বংশাত্নক তীক্ষ দৃষ্টি নিয়ে ঘৃনা ছুড়ে দেয়
মস্তিষ্কে নম্র ভাবে শ্রদ্ধা জ্ঞাপনের ইচ্ছা বিলীন
দিধান্বিত চিত্তে উন্মাদ বিচরন এদিক সেদিক
আচরন শব্দটার অর্থ না জানা জানোয়ার
ভোর হলে শেখাতে আসে বৈষম্যের বিধি-বিধান
চালের টাকায় মদ কেনা - এর ওর কাছে ছিনিয়ে আনা
মিলে মিশে রক্ত দেখে - শরীর বেচে
সেদিন আর ঘরে ফেরা হয়নি যাদের তারা পাপী তোদের কাছে
নিবন্ধিত রক্তচোষা জোঁক লেগে যাবে ভেবে
বিকেলের পাগলটা চারটা বাঁশের ব্রিজ বলেছিল
হারিয়ে যাবে ভেবে লাভক্ষতির অংক কষে চলেছে
মাটির জন্য পাগল হয়ে গেছে
যে মাটিতে জন্ম - যার কোলে বড় হয়েছে
তাদেরই একাধিক দলে বিভক্তি - টানটানি
ভাবছি বরং রং মিশ্রিত কিছু দৈত স্বত্তার কথা
কপাল ঠোকা মানুষরুপী শরীরে হায়েনার চাষাবাদ।
চাইনা তোমাদের ওই আকাশ ছোঁয়া অট্টালিকা
দারুন খেলাই তো খেলে চলেছো
শুধু প্রাণ নয় কান চিলে নিয়ে চলে গেলে আর ফেরে না
চাইনা তোমাদের মিথ্যা নিয়ে বাঁচার আশা
ভালবাসার রংগুলোকে চিনি ভেবে ভুলে ছিলাম
ঝংকার নাচনে গাজনের রংগুলো ভিন্ন
কিছু নির্বোধ একসাথে মিলে দাপটে ফেটে পড়ে
কথায় কথায় ক্ষমতা ফলাতে - সকালের মেঘগুলোকে
বিকালে পরে ল্যাম্পোস্টের নিচে দাঁড়িয়ে থাকা যুবক -
তার সাথে যুক্ত হয় ওপাড়ার বিলেত ফেরত কতোক
ধ্বংশাত্নক তীক্ষ দৃষ্টি নিয়ে ঘৃনা ছুড়ে দেয়
মস্তিষ্কে নম্র ভাবে শ্রদ্ধা জ্ঞাপনের ইচ্ছা বিলীন
দিধান্বিত চিত্তে উন্মাদ বিচরন এদিক সেদিক
আচরন শব্দটার অর্থ না জানা জানোয়ার
ভোর হলে শেখাতে আসে বৈষম্যের বিধি-বিধান
চালের টাকায় মদ কেনা - এর ওর কাছে ছিনিয়ে আনা
মিলে মিশে রক্ত দেখে - শরীর বেচে
সেদিন আর ঘরে ফেরা হয়নি যাদের তারা পাপী তোদের কাছে
নিবন্ধিত রক্তচোষা জোঁক লেগে যাবে ভেবে
বিকেলের পাগলটা চারটা বাঁশের ব্রিজ বলেছিল
হারিয়ে যাবে ভেবে লাভক্ষতির অংক কষে চলেছে
মাটির জন্য পাগল হয়ে গেছে
যে মাটিতে জন্ম - যার কোলে বড় হয়েছে
তাদেরই একাধিক দলে বিভক্তি - টানটানি
ভাবছি বরং রং মিশ্রিত কিছু দৈত স্বত্তার কথা
কপাল ঠোকা মানুষরুপী শরীরে হায়েনার চাষাবাদ।
Comments
Post a Comment