চলো না-হয়
অনেক হল কবিতা লিখন -
চলো দুজনে মিলে এবার না-হয় কিছু গান লিখি
কিছু প্রেমের কথা লিখি - ভালবাসার কথা লিখি
একটা মাত্র গান - তোমার আমার প্রাণ
দুজনে মিলে একাকার হয় বৃষ্টিভেজা রাতে
ফিরবে না-হয় ঘরে ভোর বেলাতে
না-হয় কালকে এপাস ওপাস ঘুরবো মোরা
দিন ফুরাবে পথের বাঁকে - মিলব মনের মেলাতে
চলো আজকে না-হয় হারাই একান্তই তোমাতে-আমাতে
চলো যাই ওপারের মেঘ গুলোকে দেখে আসি
দু-জন দু-জনাকে ভালবাসি ভীষন রকম
কিছুটা সময় পাশাপাসি বসে থাকি
কিছু কথা তুমি বলবে - কিছু আমি
ইচ্ছা হলে জড়িয়ে ধরতে পারো -
ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুমু আঁকতে পারো
ইচ্ছা হলে চলে যেতে পারো কাল
আজকে না-হয় কাছে আসি - ভালবাসি।
চলো দুজনে মিলে এবার না-হয় কিছু গান লিখি
কিছু প্রেমের কথা লিখি - ভালবাসার কথা লিখি
একটা মাত্র গান - তোমার আমার প্রাণ
দুজনে মিলে একাকার হয় বৃষ্টিভেজা রাতে
ফিরবে না-হয় ঘরে ভোর বেলাতে
না-হয় কালকে এপাস ওপাস ঘুরবো মোরা
দিন ফুরাবে পথের বাঁকে - মিলব মনের মেলাতে
চলো আজকে না-হয় হারাই একান্তই তোমাতে-আমাতে
চলো যাই ওপারের মেঘ গুলোকে দেখে আসি
দু-জন দু-জনাকে ভালবাসি ভীষন রকম
কিছুটা সময় পাশাপাসি বসে থাকি
কিছু কথা তুমি বলবে - কিছু আমি
ইচ্ছা হলে জড়িয়ে ধরতে পারো -
ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুমু আঁকতে পারো
ইচ্ছা হলে চলে যেতে পারো কাল
আজকে না-হয় কাছে আসি - ভালবাসি।
Comments
Post a Comment