বাংলার প্রাণ
খোলা আকাশের নিচে মাঠে তপ্ত রোদে
একদল চাষীর ফসল তোলার ব্যস্ততা
একদল মাথায় বোঝা টানে - ঘরের পানে
একদল নতুন ফসল ফলাতে লাঙল টানে
একদল নদীর জল তুলে আনে - বীজ বোনে
একদল চারা গাছের আগাছা পরিষ্কার করে
একদল নতুন রুপে ভেঙে-চুরে গড়ে
একদল কিশোরী ছুটে যাই খাবার হাতে
একদল শিশু-কন্যা বাবার মাথায় হাত বুলাই
পরম মমত্বে আদর করে পিতার ক্লান্তি নিরসনে
একদল ছাত্র-ছাত্রী বাড়ী ফিরে মাঠের সরু আইল ধরে
একদল বৃদ্ধ বাবা ছুটে যাই মাঠে
সন্তানের কষ্ট কিছুটা কমাবে বলে
একদল মা তার সন্তানদের কিছুটা বিশ্রাম নিতে বলে
তবু ছেলে ব্যস্ত তার মায়ের জন্য - বাবার জন্যে
পিতা ব্যস্ত তার সন্তান-সন্তানাদির জন্যে
বছরের দিনগুলোতে যাতে দু-বেলা দু-মুঠো খাবার জোটে
এদের জীবনে লালসা বলতে খেয়ে পরে বেঁচে থাকা
এরা খেটে খাওয়া মানুষ - এরাই আমার স্বজন
এরা হাড়ভাঙা খাটুনির পরে শান্তির ঘুম চাই
এরা মাথার উপরে শক্ত ছাউনি চাই
এরা ঘর তোলার এক খন্ড ভুমি চাই
নির্বিবাদে পাড়ার সকলের সাথে হেঁসে-খেলে বেড়ায়
এরাই বাংলার প্রাণ - গড়তে মত্ত - বাধাহীন
শ্রমিক-চাষী কামার-কুমার জেলে এরাই আমার ভাই
এদের জন্যে বাঁচি যারা - চলুন একটু বদলাই।
একদল চাষীর ফসল তোলার ব্যস্ততা
একদল মাথায় বোঝা টানে - ঘরের পানে
একদল নতুন ফসল ফলাতে লাঙল টানে
একদল নদীর জল তুলে আনে - বীজ বোনে
একদল চারা গাছের আগাছা পরিষ্কার করে
একদল নতুন রুপে ভেঙে-চুরে গড়ে
একদল কিশোরী ছুটে যাই খাবার হাতে
একদল শিশু-কন্যা বাবার মাথায় হাত বুলাই
পরম মমত্বে আদর করে পিতার ক্লান্তি নিরসনে
একদল ছাত্র-ছাত্রী বাড়ী ফিরে মাঠের সরু আইল ধরে
একদল বৃদ্ধ বাবা ছুটে যাই মাঠে
সন্তানের কষ্ট কিছুটা কমাবে বলে
একদল মা তার সন্তানদের কিছুটা বিশ্রাম নিতে বলে
তবু ছেলে ব্যস্ত তার মায়ের জন্য - বাবার জন্যে
পিতা ব্যস্ত তার সন্তান-সন্তানাদির জন্যে
বছরের দিনগুলোতে যাতে দু-বেলা দু-মুঠো খাবার জোটে
এদের জীবনে লালসা বলতে খেয়ে পরে বেঁচে থাকা
এরা খেটে খাওয়া মানুষ - এরাই আমার স্বজন
এরা হাড়ভাঙা খাটুনির পরে শান্তির ঘুম চাই
এরা মাথার উপরে শক্ত ছাউনি চাই
এরা ঘর তোলার এক খন্ড ভুমি চাই
নির্বিবাদে পাড়ার সকলের সাথে হেঁসে-খেলে বেড়ায়
এরাই বাংলার প্রাণ - গড়তে মত্ত - বাধাহীন
শ্রমিক-চাষী কামার-কুমার জেলে এরাই আমার ভাই
এদের জন্যে বাঁচি যারা - চলুন একটু বদলাই।
Comments
Post a Comment