পটভূমি ।। বিশ্বাস
অভ্যন্তরীন স্নায়ু যুদ্ধ শুরু হয়ে গেছে
সন্ধ্যা তারা গুলো মিটি মিটি জ্বলছে
আলো ছড়াবে বলে
মশাদের গুনগুন শব্দে কান ঝালা ফালা
কামড়ে বিষিয়ে তুলেছে পা দুটো
আজও আমি মিথ্যার আশ্রয়ে তোমাদের কাছে বিভ্রান্ত।
সন্ধ্যা তারা গুলো মিটি মিটি জ্বলছে
আলো ছড়াবে বলে
মশাদের গুনগুন শব্দে কান ঝালা ফালা
কামড়ে বিষিয়ে তুলেছে পা দুটো
আজও আমি মিথ্যার আশ্রয়ে তোমাদের কাছে বিভ্রান্ত।
প্রাচীন মিথগুলো জেঁকে বসেছে
রূপকথার গল্প গুলো তোমাদের দৃশ্যপট
গোঁড়ামিকে ঘিরেই বাঁচতে চাও
বিনিময় প্রথার বেড়াজালে নাচো -
এখানে যারা স্বাধীন ইচ্ছায় বাঁচে
তারাও হয়ে উঠেছে তোমাদের নিকট বিভ্রাট।
রূপকথার গল্প গুলো তোমাদের দৃশ্যপট
গোঁড়ামিকে ঘিরেই বাঁচতে চাও
বিনিময় প্রথার বেড়াজালে নাচো -
এখানে যারা স্বাধীন ইচ্ছায় বাঁচে
তারাও হয়ে উঠেছে তোমাদের নিকট বিভ্রাট।
Comments
Post a Comment