সন্ধান ।। বিশ্বাস

অদ্ভুদ এক লোকারন্যে শব্দ নাচে
কি বিষাক্ত সেই সুর সেই তাল
আমি তালে তালে নেচে চলেছি
এক বিম্বিত আলোর সন্ধানে সব অচল।

আগে এত আকুল করা বিশ্রী শব্দ শুনিনি
কান পেতে শুনেছি মৃত্যুর হাঁক
শুনেছি ব্যাঙের ঘ্যাংর ঘ্যাংর ডাক
তোমার কথা ভাবতেই কুহু কোকিল গায়।

রাত পেরিয়ে কখন যে ভোর হয়েছে
টের পাইনি কিছুই - ক্রমাগত ছুটছি
ছুটে চলেছি আমি তোমার পিছু
অন্ধকারে জোনাক জ্বলে - তলিয়ে গেছে কিছু।

কিছু হারিয়ে গেছে সময়ের স্রোতে
কালের বিবর্তনে নিজেকে বদলে ফেলতে হয়
কিছু ইচ্ছা তবু অপূর্নই থেকে যায়
গেয়ে যাই না পাওয়ার বেদনা - জীবন সংসারে।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি