প্রলাপ 2 । । বিশ্বাস
আমিতো আপনার কাছে অযোগ্য বাতুলতাপূর্ণ
আমিতো ভ্রান্তই রয়ে গেলাম আজও
গন্ডি বুঝেন আপনি - আমি বুঝিনা
আপনি কেবল লাই দিতে জানেন।
আমিতো ভ্রান্তই রয়ে গেলাম আজও
গন্ডি বুঝেন আপনি - আমি বুঝিনা
আপনি কেবল লাই দিতে জানেন।
লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছেন -
ঠেলা না পাইয়েই কি নামবে মাথা থেকে
ঠেলা সামলান সময় থাকতে -
নইলে ছোবল দিতে দেরি হয়না সাপের
বিষধর বিষাক্ত হয়ে উঠছে ধীরে ধীরে।
বিষে আমার মরন হয়না - হয় অপ্রশ্নে
কয়েকখান প্রশ্ন নিয়েই আপনি মত্ত -
আর আমার সীমাবদ্ধতা টেনে দিতে চান
এটা করা যাবেনা - ওটা জানা যাবেনা।
জানতে যদি আপনার আপত্তি থাকে
থাকুন আপনি নির্বোধ -
জানার পথে বাধা দেবার কে আপনি মশাই।
ঠেলা না পাইয়েই কি নামবে মাথা থেকে
ঠেলা সামলান সময় থাকতে -
নইলে ছোবল দিতে দেরি হয়না সাপের
বিষধর বিষাক্ত হয়ে উঠছে ধীরে ধীরে।
বিষে আমার মরন হয়না - হয় অপ্রশ্নে
কয়েকখান প্রশ্ন নিয়েই আপনি মত্ত -
আর আমার সীমাবদ্ধতা টেনে দিতে চান
এটা করা যাবেনা - ওটা জানা যাবেনা।
জানতে যদি আপনার আপত্তি থাকে
থাকুন আপনি নির্বোধ -
জানার পথে বাধা দেবার কে আপনি মশাই।
Comments
Post a Comment