Posts

Showing posts from June, 2017

কিশোরী ।। বিশ্বাস

বাঁকা ঠোঁট বাঁকা চাহনী - বাঁকা চাঁদের হাসি - বড্ড ভালবাসি রমনী-কেন তোমাকে হতে হয় আবেদনময়ী? কাকে ডাকছো তুমি - ইশারায় অমন করে। কার বুকে চুমু আঁকতে চাও তুমি - কিশোরী ভান করে মান করে - হয় অভিমানী। ক্যামনে বুঝিব তোমায় আজও ন জানি।

কোন এক নারীকে ।। বিশ্বাস

কোন শরীরের কাছাকাছি যাইনি আমি কখনো খুলে দেখা হইনি কোন নারীকে কখনও নাভিমুলের গভীর সমুদ্রে সাঁতার দেয়া হইনি  কেবল মাত্র তোমাকে ছুঁইয়ে দেখতে চেয়েছি তোমার পাশে নিশি যাপন করতে চেয়েছি তোমার ওই চোখের পানে নির্বাক চেয়ে থাকতে চেয়েছি  - ওই কপালে চুমু আঁকতে চাই বলে ওই গৌড় বর্ণের শরীরের ভাঁজে স্পর্শ চাই বলে আজও আমি কোন শরীরের গভীরে যাইনি ।  আমি কখনও কোন খোলা পিঠে হাত বুলাইনি পরম মমত্তে গভীর আলিঙ্গনে লিপ্ত হইনি অন্য কোন প্রত্তিছবি আঁকেনি এই চোখ তুমি ব্যাতিত অন্য কোন রূপমোহে আচ্ছন্ন হইনি কখনও অন্য কারও সময় চাইনি এভাবে যেমনটা তোমার কাছে চেয়েছিলাম । হইত ভুলে গেছ - হইত রোজ নতুন কিছু নিয়ে বাঁচো হয়ত ভুলে জেতে পারো অনাআসে এদিকে সহস্র বেদনা বুকের একপাশে । ভালবাসলে এমনই বোধই হয় - কষ্ট পেতে পেতে এক সময় সুখের সৃত্মিগুলো বিলীন হয়ে যায় দুরত্ব বাড়তে বাড়তে বিভেদে রপান্তর হয় নইলে জন্ম নেয় মানিয়ে চলার মানসিকতা।

জ্বলছি যেদিন থেকে ।। বিশ্বাস

আমি ভালবাসাই বিশ্বাসী ভেবেছিলাম মানুষের প্রতি ভালবাসাই মানুষকে বাঁচিয়ে রাখে নির্বিশেষে ভালবাসতে চেয়েছি জাতহীন নির্ভয়ে ঘুরে ফিরে বেড়িয়েছি জনাকীর্ণ অলিগলি । লোকারন্যের এই শহরে আগে কখনও তোমাকে একা হাঁটতে দেখিনি চেয়েছিলাম এই বদ্ধ শহরটার রাস্তাই একা বীরদর্পে হাঁটবে তুমি মনের মত করে বাঁচবে নাচবে গাইবে ইচ্ছা হলে ঘুরে ফিরবে গহীন অলিগলির শহরে । তোমার সেই সাহস জোগাতেই আজও চলে অভিনয় অনেক ইচ্ছার বলিদান দিয়ে বাঁচে অনেকে এই যেমন আমি আর আগের মত নেই প্রতি মুহূর্তে জ্বালাই জ্বলছি ভালবেসে । এখনও আমার সময়গুলো অযথাই বয়ে যাই এখন আর আগের মত কোন কিছুই করা হয় না আগের মত সময় দিয়ে কোন কাজ হয় না আমাকে দিয়ে মনোযোগ হারিয়ে গেছে সেই দিন থেকে ।

ভ্রান্ত । । বিশ্বাস

১ শিক্ষিত লোকজন গালি দেয় না - মজা করতে দু-একবার উচ্চারন করে বন্ধুদের সামনে অথবা প্রচন্ড রেগে গেলে শব্দাকারে বের হয়ে আসে দু-একবার। নেতাদের পালা কুত্তাগুলো বড় ত্যাদর ধরনের। এদের মুখে গালি ছাড়া আর কিছু আসেনা। ২ কোনো কারনে বা সামান্য ধাক্কা লাগলে  যদি কাওকে সরি না বলে দুঃখিত বলেন  লোকে আপনাকে পাগল ভাববে। ৩ আমি তোমাকে ঘুমের স্বপ্নে দেখিনা কেন জানো! না বললে জানবে কি করে স্বপ্নে দেখলেই আমার দোষ হয়ে যাই আমি নির্লজ্জ হয়ে যাই জ্ঞান-বুদ্ধি-বিবেক-বিচার-বিশ্লেষণ থাকে না আমার থাকে শুধু কামনা-বাসনা-ক্ষুধা-তৃষ্ণা।