বাজি ।। বিশ্বাস

নত মস্তকে করোজোড় করতে বলা হলে
গম্ভীর ভাবে লেলিয়ে দেয় নিজের ব্যক্তিসত্তাকে
চেতনারা কুঁকড়িয়ে কাঁদে নিজের মৃত্যুতে
নিজেকে বিকিয়ে চলতে চলতে পরিনত
হৃদয়হীন মস্তক।
চিন্তারা বাজি ধরেছে-
এপথে সে হাঁটবেই এখানেই তার অন্তিম চাওয়া
এভাবে লেলিয়ে দিতে দিতে পেরোবে বিদ্ধস্থ পথ
ছিনিয়ে আনবে বিজয় মুকুট
মালা পরে ভ্রমন করবে লোকালয়
তুমি যদি হেয় করো - ছুড়ে ফেলে দিতে চাও পদ্মপুকুরে
কোন কিছুই প্রতিপন্ন নয়
ভাঙতে শিখে গেছে অনেক আগেই
গড়তে চাই নতুন ভুবন
ডানা মেলে উড়তে চাই গগনপারে
ভাবতে দিতে চাওনা -বলতে দিতে চাওনা
আর কতকাল বিস্মিত করবে বলিদানে
চিন্তার বলিদান -চেতনার বলিদান
মাড়িয়ে ফেলতে চাই কন্টক
আধমরা শরীরে ফিরিয়ে আনবে প্রাণ বাজি ধরেছে।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি