বনাম গুনঞ্জন ।। বিশ্বাস
মাঝে মধ্যেই দুর্ভাবনারা মোহগ্রস্থ
রোদ্রজ্জল দিনের ভান্ডার ফুরিরে আসছে
বাতাসে ভাসছে গুনঞ্জন ধ্বনি
কি করো হে তুমি?
এভাবে তো রাজার ভান্ডারও ফুরায়
অকর্মার দল বলে তেড়ে আসছে একদল
নিয়ন আলো এখানে জ্বলে না
এখানে নেসার ঘোরে কেউ টলে না
রুটি রোজগারে গড়িয়ে যাই বেলা
মস্তিষ্কে একটা মাত্র শব্দের খেলা-
সারাবেলা ।
আর কোন শব্দ কান শোনে না তেমন একটা
মাত্র একটা শব্দ কান বিষিয়ে তুলেছে
মাত্র একটা শব্দ সব কিছু ভুলিয়েছে
জীবন-সংসার নিয়ে মাতো -
তোমার কি সময় হয় নি?
একটা শব্দের গুনঞ্জন বার বার কথাগুলো বলে চলেছে
কান বিষিয়ে তুলেছে।
আমাকে ফিরিয়ে দাও সোনালী সকাল
আমাকে আলো ঝলমলে দিন দাও
আমি ঠিক মাদুর পাতা উঠানে গড়িয়ে পড়বো
আমি ঠিক তাপমাত্রা বাড়াবো গগনে
বরষা নামাবো শ্রাবনে -পার্বনে।
তোমার মত জীবনধারা আমি চাইনি
বলে চলো তোমার যা খুশি
আমি বরং আত্ব পুজি -মানুষ ভোজি।
রোদ্রজ্জল দিনের ভান্ডার ফুরিরে আসছে
বাতাসে ভাসছে গুনঞ্জন ধ্বনি
কি করো হে তুমি?
এভাবে তো রাজার ভান্ডারও ফুরায়
অকর্মার দল বলে তেড়ে আসছে একদল
নিয়ন আলো এখানে জ্বলে না
এখানে নেসার ঘোরে কেউ টলে না
রুটি রোজগারে গড়িয়ে যাই বেলা
মস্তিষ্কে একটা মাত্র শব্দের খেলা-
সারাবেলা ।
আর কোন শব্দ কান শোনে না তেমন একটা
মাত্র একটা শব্দ কান বিষিয়ে তুলেছে
মাত্র একটা শব্দ সব কিছু ভুলিয়েছে
জীবন-সংসার নিয়ে মাতো -
তোমার কি সময় হয় নি?
একটা শব্দের গুনঞ্জন বার বার কথাগুলো বলে চলেছে
কান বিষিয়ে তুলেছে।
আমাকে ফিরিয়ে দাও সোনালী সকাল
আমাকে আলো ঝলমলে দিন দাও
আমি ঠিক মাদুর পাতা উঠানে গড়িয়ে পড়বো
আমি ঠিক তাপমাত্রা বাড়াবো গগনে
বরষা নামাবো শ্রাবনে -পার্বনে।
তোমার মত জীবনধারা আমি চাইনি
বলে চলো তোমার যা খুশি
আমি বরং আত্ব পুজি -মানুষ ভোজি।
Comments
Post a Comment