মাতাল বিভ্রম ।। বিশ্বাস

একটি পূর্ণিমা রাত আমাকে অন্ধ করেছিল-
পুকুর পাড়ে তোমার নগ্ন শরীর -আলো ঝলমলে
স্তন বৃন্ত -গ্রীবা-ওষ্ঠদেশ -সুডোল নিতম্ব-গোড়ালি-খাঁজ-
নেহাত নিখুঁত হাতের গড়া
এত মনোরম -মনোহর - এত পরিপুর্নতায় ভরা।
এত আলো আমি আগে কখনো দেখিনি
আমার চোখ ঝাপসা করে দিয়েছিল-
আমাকে অন্ধ করেছিল
রাত কটা বেমালুম ভুলে গেছি -
পাশের বাড়ির ঘড়ির কাঁটার টিক টিক শব্দে 

ঘোর কাটে আমার -সম্ভিত ফেরে।
ঝাপসা দেখে দেখে পথ চলি একা -
ঘর বরাবরই ভাল লাগেনা - তবু ফিরতে হয়
আমোঘ ঘোর কাটে কৃত্রিম আলোয়
আমি অন্ধ ছিলাম কতোক্ষন -
আমাকে অন্ধ করেছিল কিশোরীর অববয়।
তবে কি ছিল? মানবী নাকি স্বর্গ থেকে নেমে আসা হুরী।
তবে কি আমি স্বপ্ন ঘোরে নিমজ্জিত -

কল্পনায় চিত্ত মোর সজ্জিত!
একটি পূর্ণিমা রাত অন্ধ করেছিল- মাতাল প্রেমে।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি