হারতে যে জানে না

কখনও কখনও তোমার স্বপ্ন থমকে যাবে
মনে হবে হেরে গেছি নিজের কাছে
হেরে গেছি জগত সংসারে অদ্ভুত আচরণের কাছে
মনে রেখ হারতে যে জানে না -
সে আসলে কখনও জিততে শেখেনি ।

কখনও মনে হতে পারে জীবন অর্থহীন
পরাজয়ের গ্লানি মাথাই চেপে বসেছে
সবকিছুই তুচ্ছ মনে হতে পারে সময়ে অসময়ে
মনে রেখ হারতে যে জানে না -
সে আসলে কখনও জিততে শেখেনি ।

নিয়মের কণ্টক পরাতে সদা উদগ্রীব গোষ্ঠী জুড়ে
সেঁকলে বদ্ধ রাখতে তিব্র ঝড়ে
ঝাঁপটা হাওয়া বয়ে আসতে পারে ঘরে
মনে রেখ হারতে যে জানে না -
সে আসলে কখনও জিততে শেখেনি ।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি