জাতি হিসাব সঙ্কর
সঙ্কর জাতির বিধানে একে বিশ্বাস
বাকিরা এখানে প্রতিনিয়ত পাই আশ্বাস
বদলাই না মতান্তরের হীনমন্যতা
নিজেকে মানুষ বলা ভীষণ দায় এখানে
নিরপেক্ষতার কথা বলে পক্ষপাতিত্ত চলে
রঙের নাচনে গাজন বাজে
আজকে এই রঙ গায়ে লাগালে অমুক
তো কালকে অন্য লাগালে তমুক
এই রঙ হলে এটা খাওয়া যাবেনা
ওই রঙ হলে ওটা না
অসাম্প্রদায়িক চেতনাই জন্ম যে মাটির
আজকে এখানে নিত্য সাম্প্রদায়িকতা চলে
নিত্য বিভেদের চাষাবাদ চলে
আজকে অমুকবাদ তো কালকে তমুক
অদ্ভূত সব ধারনা নিয়ে কলঙ্ক রটে
ভ্রান্ত ধারনার পিছু ছোটে
উদ্ভাবনী চিন্তা এখানে নগণ্য
প্রেম এখানে পণ্য
প্রেমের নামে ধর্মান্তরিত চলে
নিজের মতামত অন্নের উপর চাপাতে বলে ।
বাকিরা এখানে প্রতিনিয়ত পাই আশ্বাস
বদলাই না মতান্তরের হীনমন্যতা
নিজেকে মানুষ বলা ভীষণ দায় এখানে
নিরপেক্ষতার কথা বলে পক্ষপাতিত্ত চলে
রঙের নাচনে গাজন বাজে
আজকে এই রঙ গায়ে লাগালে অমুক
তো কালকে অন্য লাগালে তমুক
এই রঙ হলে এটা খাওয়া যাবেনা
ওই রঙ হলে ওটা না
অসাম্প্রদায়িক চেতনাই জন্ম যে মাটির
আজকে এখানে নিত্য সাম্প্রদায়িকতা চলে
নিত্য বিভেদের চাষাবাদ চলে
আজকে অমুকবাদ তো কালকে তমুক
অদ্ভূত সব ধারনা নিয়ে কলঙ্ক রটে
ভ্রান্ত ধারনার পিছু ছোটে
উদ্ভাবনী চিন্তা এখানে নগণ্য
প্রেম এখানে পণ্য
প্রেমের নামে ধর্মান্তরিত চলে
নিজের মতামত অন্নের উপর চাপাতে বলে ।
Comments
Post a Comment