Posts

Showing posts from December, 2018

মাটির জন্য

করুনার কাছে সম্মান বলতে আর কিছু বাকী রইল না চাইনা তোমাদের ওই আকাশ ছোঁয়া অট্টালিকা দারুন খেলাই তো খেলে চলেছো শুধু প্রাণ নয় কান চিলে নিয়ে চলে গেলে আর ফেরে না চাইনা তোমাদের মিথ্যা নিয়ে বাঁচার আশা ভালবাসার রংগুলোকে চিনি ভেবে ভুলে ছিলাম ঝংকার নাচনে গাজনের রংগুলো ভিন্ন কিছু নির্বোধ একসাথে মিলে দাপটে ফেটে পড়ে কথায় কথায় ক্ষমতা ফলাতে - সকালের মেঘগুলোকে বিকালে পরে ল্যাম্পোস্টের নিচে দাঁড়িয়ে থাকা যুবক - তার সাথে যুক্ত হয় ওপাড়ার বিলেত ফেরত কতোক ধ্বংশাত্নক তীক্ষ দৃষ্টি নিয়ে ঘৃনা ছুড়ে দেয় মস্তিষ্কে নম্র ভাবে শ্রদ্ধা জ্ঞাপনের ইচ্ছা বিলীন দিধান্বিত চিত্তে উন্মাদ বিচরন এদিক সেদিক আচরন শব্দটার অর্থ না জানা জানোয়ার ভোর হলে শেখাতে আসে বৈষম্যের বিধি-বিধান চালের টাকায় মদ কেনা - এর ওর কাছে ছিনিয়ে আনা মিলে মিশে রক্ত দেখে - শরীর বেচে সেদিন আর ঘরে ফেরা হয়নি যাদের তারা পাপী তোদের কাছে নিবন্ধিত রক্তচোষা জোঁক লেগে যাবে ভেবে বিকেলের পাগলটা চারটা বাঁশের ব্রিজ বলেছিল হারিয়ে যাবে ভেবে লাভক্ষতির অংক কষে চলেছে মাটির জন্য পাগল হয়ে গেছে যে মাটিতে জন্ম - যার কোলে বড় হয়েছে তাদেরই একাধিক দলে বিভক্তি...

চলো না-হয়

অনেক হল কবিতা লিখন - চলো দুজনে মিলে এবার না-হয় কিছু গান লিখি কিছু প্রেমের কথা লিখি - ভালবাসার কথা লিখি একটা মাত্র গান - তোমার আমার প্রাণ দুজনে মিলে একাকার হয় বৃষ্টিভেজা রাতে ফিরবে না-হয় ঘরে ভোর বেলাতে না-হয় কালকে এপাস ওপাস ঘুরবো মোরা দিন ফুরাবে পথের বাঁকে - মিলব মনের মেলাতে চলো আজকে না-হয় হারাই একান্তই তোমাতে-আমাতে চলো যাই ওপারের মেঘ গুলোকে দেখে আসি দু-জন দু-জনাকে ভালবাসি ভীষন রকম কিছুটা সময় পাশাপাসি বসে থাকি কিছু কথা তুমি বলবে - কিছু আমি ইচ্ছা হলে জড়িয়ে ধরতে পারো - ঠোঁটে ঠোঁট মিলিয়ে চুমু আঁকতে পারো ইচ্ছা হলে চলে যেতে পারো কাল আজকে না-হয় কাছে আসি - ভালবাসি।

বাংলার প্রাণ

খোলা আকাশের নিচে মাঠে তপ্ত রোদে একদল চাষীর ফসল তোলার ব্যস্ততা একদল মাথায় বোঝা টানে - ঘরের পানে একদল নতুন ফসল ফলাতে লাঙল টানে একদল নদীর জল তুলে আনে - বীজ বোনে একদল চারা গাছের আগাছা পরিষ্কার করে একদল নতুন রুপে ভেঙে-চুরে গড়ে একদল কিশোরী ছুটে যাই খাবার হাতে একদল শিশু-কন্যা বাবার মাথায় হাত বুলাই পরম মমত্বে আদর করে পিতার ক্লান্তি নিরসনে একদল ছাত্র-ছাত্রী বাড়ী ফিরে মাঠের সরু আইল ধরে একদল বৃদ্ধ বাবা ছুটে যাই মাঠে সন্তানের কষ্ট কিছুটা কমাবে বলে একদল মা তার সন্তানদের কিছুটা বিশ্রাম নিতে বলে তবু ছেলে ব্যস্ত তার মায়ের জন্য - বাবার জন্যে পিতা ব্যস্ত তার সন্তান-সন্তানাদির জন্যে বছরের দিনগুলোতে যাতে দু-বেলা দু-মুঠো খাবার জোটে এদের জীবনে লালসা বলতে খেয়ে পরে বেঁচে থাকা এরা খেটে খাওয়া মানুষ - এরাই আমার স্বজন এরা হাড়ভাঙা খাটুনির পরে শান্তির ঘুম চাই এরা মাথার উপরে শক্ত ছাউনি চাই এরা ঘর তোলার এক খন্ড ভুমি চাই নির্বিবাদে পাড়ার সকলের সাথে হেঁসে-খেলে বেড়ায় এরাই বাংলার প্রাণ - গড়তে মত্ত - বাধাহীন শ্রমিক-চাষী কামার-কুমার জেলে এরাই আমার ভাই এদের জন্যে বাঁচি যারা - চলুন একটু বদলাই।