Posts

Showing posts from September, 2018

কি ভাবছেন ।। বিশ্বাস

ভাবছেন কি করে সম্ভব তাহলে কি হেরে গেছি লড়ায়ের লক্ষ্যের দিকে দিকে দেখুন বুঝতে চেষ্ট করুন - ভাবুন কেন এই লড়াই এ লড়াই স্বাধীনতার এ লড়াই মুক্ত মনে চলার ভাবছেন কেন এত জনপ্রিয় কেন এমন আনমনা - তাইনা! যদি তাই হয় তবে ভুল ভাবছেন ভাবছেন আমি কেন পারলাম না ভাবছেন হেরে যাওয়া যাবেনা তাহলে কি করতে হবে - ল্যাং মারি। অন্যকে ল্যাং মেরে আরেক জনের কাছে আপনিও যে ল্যাং মারা খাবেন না তার যোক্তিকতা কোথায় কোথায় আপনার নিরাপত্তা আপনিতো মুক্ত হতেই পারলেন না আজও আপনাকে আমাকে পরাধীনতার গ্লানি নিয়ে ঘুরে ফিরতে হয় নির্ঘুম কাটে সহস্র রজনী আমার ভাবি কি করতে পারি এই বন্দী দশার উপায় কি আদৌ মিলবে - কাটে শঙ্কায়।

পটভূমি ।। বিশ্বাস

অভ্যন্তরীন স্নায়ু যুদ্ধ শুরু হয়ে গেছে সন্ধ্যা তারা গুলো মিটি মিটি জ্বলছে আলো ছড়াবে বলে মশাদের গুনগুন শব্দে কান ঝালা ফালা কামড়ে বিষিয়ে তুলেছে পা দুটো আজও আমি মিথ্যার আশ্রয়ে তোমাদের কাছে বিভ্রান্ত।  প্রাচীন মিথগুলো জেঁকে বসেছে রূপকথার গল্প গুলো তোমাদের দৃশ্যপট গোঁড়ামিকে ঘিরেই বাঁচতে চাও বিনিময় প্রথার বেড়াজালে নাচো - এখানে যারা স্বাধীন ইচ্ছায় বাঁচে তারাও হয়ে উঠেছে তোমাদের নিকট বিভ্রাট।

সন্ধান ।। বিশ্বাস

অদ্ভুদ এক লোকারন্যে শব্দ নাচে কি বিষাক্ত সেই সুর সেই তাল আমি তালে তালে নেচে চলেছি এক বিম্বিত আলোর সন্ধানে সব অচল। আগে এত আকুল করা বিশ্রী শব্দ শুনিনি কান পেতে শুনেছি মৃত্যুর হাঁক শুনেছি ব্যাঙের ঘ্যাংর ঘ্যাংর ডাক তোমার কথা ভাবতেই কুহু কোকিল গায়। রাত পেরিয়ে কখন যে ভোর হয়েছে টের পাইনি কিছুই - ক্রমাগত ছুটছি ছুটে চলেছি আমি তোমার পিছু অন্ধকারে জোনাক জ্বলে - তলিয়ে গেছে কিছু। কিছু হারিয়ে গেছে সময়ের স্রোতে কালের বিবর্তনে নিজেকে বদলে ফেলতে হয় কিছু ইচ্ছা তবু অপূর্নই থেকে যায় গেয়ে যাই না পাওয়ার বেদনা - জীবন সংসারে।

সত্যবন্দী ।। বিশ্বাস

ভন্ডমীর খন্ড চিত্র তুলে ধরতে গিয়ে নোংরামীর দৃশ্যপট দেখতে গিয়ে আমি সেদিন কয়েদী বনে গিয়েছিলাম মশা মেরে মেরে কাটে রাত হতে ভোর নির্ঘুম। কোন কিছু করতে পারছিনা মন মত হৃৎপিন্ডটা থানায় জমা রেখে এসেছি গতকাল তখন থেকে আমি অন্ধ হয়ে যাচ্ছি - হারিয়ে যাচ্ছি ভিক্ষা ব্যবসার বেড়াজালে। কালে কালে বেড়ে গজিয়ে উঠেছে অনেক আগাছা কিছু আছে জীবনভর পরগাছা হয়েই বাঁচে কিছু আবার আলোহীন থাকে-বাঁচে-নাচে এরা কারনে অকারনে দাপট দেখাতে তৎপর হয়। নির্বোধের দল উদ্ভট দাবি নিয়ে হাজির আর আপনারা নীরবে সমর্থন দিয়ে চলেছেন ধ্বংশের দিকে ঠেলে দিচ্ছেন কিনা বোধে কি আসেনা - আপনার আমার আমাদের সকলের।

প্রলাপ 2 । । বিশ্বাস

আমিতো আপনার কাছে অযোগ্য বাতুলতাপূর্ণ আমিতো ভ্রান্তই রয়ে গেলাম আজও গন্ডি বুঝেন আপনি - আমি বুঝিনা আপনি কেবল লাই দিতে জানেন। লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছেন - ঠেলা না পাইয়েই কি নামবে মাথা থেকে ঠেলা সামলান সময় থাকতে - নইলে ছোবল দিতে দেরি হয়না সাপের বিষধর বিষাক্ত হয়ে উঠছে ধীরে ধীরে। বিষে আমার মরন হয়না - হয় অপ্রশ্নে কয়েকখান প্রশ্ন নিয়েই আপনি মত্ত - আর আমার সীমাবদ্ধতা টেনে দিতে চান এটা করা যাবেনা - ওটা জানা যাবেনা। জানতে যদি আপনার আপত্তি থাকে থাকুন আপনি নির্বোধ - জানার পথে বাধা দেবার কে আপনি মশাই।