Posts

Showing posts from November, 2016

বাজি ।। বিশ্বাস

নত মস্তকে করোজোড় করতে বলা হলে গম্ভীর ভাবে লেলিয়ে দেয় নিজের ব্যক্তিসত্তাকে চেতনারা কুঁকড়িয়ে কাঁদে নিজের মৃত্যুতে নিজেকে বিকিয়ে চলতে চলতে পরিনত হৃদয়হীন মস্তক। চিন্তারা বাজি ধরেছে- এপথে সে হাঁটবেই এখানেই তার অন্তিম চাওয়া এভাবে লেলিয়ে দিতে দিতে পেরোবে বিদ্ধস্থ পথ ছিনিয়ে আনবে বিজয় মুকুট মালা পরে ভ্রমন করবে লোকালয় তুমি যদি হেয় করো - ছুড়ে ফেলে দিতে চাও পদ্মপুকুরে কোন কিছুই প্রতিপন্ন নয় ভাঙতে শিখে গেছে অনেক আগেই গড়তে চাই নতুন ভুবন ডানা মেলে উড়তে চাই গগনপারে ভাবতে দিতে চাওনা -বলতে দিতে চাওনা আর কতকাল বিস্মিত করবে বলিদানে চিন্তার বলিদান -চেতনার বলিদান মাড়িয়ে ফেলতে চাই কন্টক আধমরা শরীরে ফিরিয়ে আনবে প্রাণ বাজি ধরেছে।

বনাম গুনঞ্জন ।। বিশ্বাস

মাঝে মধ্যেই দুর্ভাবনারা মোহগ্রস্থ রোদ্রজ্জল দিনের ভান্ডার ফুরিরে আসছে বাতাসে ভাসছে গুনঞ্জন ধ্বনি কি করো হে তুমি? এভাবে তো রাজার ভান্ডারও ফুরায় অকর্মার দল বলে তেড়ে আসছে একদল নিয়ন আলো এখানে জ্বলে না এখানে নেসার ঘোরে কেউ টলে না রুটি রোজগারে গড়িয়ে যাই বেলা মস্তিষ্কে একটা মাত্র শব্দের খেলা-                                   সারাবেলা । আর কোন শব্দ কান শোনে না তেমন একটা মাত্র একটা শব্দ কান বিষিয়ে তুলেছে মাত্র একটা শব্দ সব কিছু ভুলিয়েছে জীবন-সংসার নিয়ে মাতো - তোমার কি সময় হয় নি? একটা শব্দের গুনঞ্জন বার বার কথাগুলো বলে চলেছে কান বিষিয়ে তুলেছে। আমাকে ফিরিয়ে দাও সোনালী সকাল আমাকে আলো ঝলমলে দিন দাও আমি ঠিক মাদুর পাতা উঠানে গড়িয়ে পড়বো আমি ঠিক তাপমাত্রা বাড়াবো গগনে বরষা নামাবো শ্রাবনে -পার্বনে। তোমার মত জীবনধারা আমি চাইনি বলে চলো তোমার যা খুশি আমি বরং আত্ব পুজি -মানুষ ভোজি।

মাতাল বিভ্রম ।। বিশ্বাস

একটি পূর্ণিমা রাত আমাকে অন্ধ করেছিল- পুকুর পাড়ে তোমার নগ্ন শরীর -আলো ঝলমলে স্তন বৃন্ত -গ্রীবা-ওষ্ঠদেশ -সুডোল নিতম্ব-গোড়ালি-খাঁজ- নেহাত নিখুঁত হাতের গড়া এত মনোরম -মনোহর - এত পরিপুর্নতায় ভরা। এত আলো আমি আগে কখনো দেখিনি আমার চোখ ঝাপসা করে দিয়েছিল- আমাকে অন্ধ করেছিল রাত কটা বেমালুম ভুলে গেছি - পাশের বাড়ির ঘড়ির কাঁটার টিক টিক শব্দে  ঘোর কাটে আমার -সম্ভিত ফেরে। ঝাপসা দেখে দেখে পথ চলি একা - ঘর বরাবরই ভাল লাগেনা - তবু ফিরতে হয় আমোঘ ঘোর কাটে কৃত্রিম আলোয় আমি অন্ধ ছিলাম কতোক্ষন - আমাকে অন্ধ করেছিল কিশোরীর অববয়। তবে কি ছিল? মানবী নাকি স্বর্গ থেকে নেমে আসা হুরী। তবে কি আমি স্বপ্ন ঘোরে নিমজ্জিত - কল্পনায় চিত্ত মোর সজ্জিত! একটি পূর্ণিমা রাত অন্ধ করেছিল- মাতাল প্রেমে।