সংস্করন ।। বিশ্বাস

ওহে ভাবনা-চিন্তাহীন পাখি
মেলো দুটি আঁখি
ঝাঁকে ঝাঁকে তারারা এসে
ভীড় জমায়েছে আকাশের বুকে
তুমি কি অন্ধ হয়ে গ্যাছো নাকি!
তাকাতে ভয় পাও কেন?
কিছু বলছ না কেন - নাকি জানোনা!
কথার মাঝে ভুলগুলো সব -
দূরীভুত হোক
আজকে হেথা ব্যাস্ত ওরা -
গাইতে বৈরি শ্লোক
ধাবিত হও নতুনের পথে -
চলমান পুরোনোর বিপরীতে
এখানে বিপথগামী বলতে কিছু নেই
এ পথে কল্পলোকের আত্নারা ঘোরেনা।

Comments

Popular posts from this blog

দৃশ্যপট

দেখেছো কি গাঁয়ের জীবন ।। বিশ্বাস

দূর্বৃত্তের হাতে চিঠি