অনাড়ম্বর আকাঙ্খা ।। বিশ্বাস
সময় বড়ই কম - দম নেই কোথা
ধীরে ধীরে জীবনী শক্তি হারাচ্ছে কোষগুলো
টিকে থাকার লড়াই - জীবনধারনে অভ্যস্থ
হায়! - কি কান্ড কি কান্ড
এখানে কল্পলোকের গীত গাইতে সবে ব্যাস্ত
বেঁচে থাকাটাই আসল - অনন্তকালে আমার লোভ নেই
তবু বাঁচতে চাই দীর্ঘকাল -
চিন্তায় চেতনায় আমার আজন্ম স্বাদ
কেউ আমার নাম ধরে ডাকুক
একটু ভালোবাসুক -আপন মনে ভাবুক।
চারিপাশ বিপত্তির পথে-
সকল বাধা ছিন্ন করে পাড়ি দিতে হবে দুর্গম পথ
স্বপ্নগুলো পিছু ছাড়েনা -
হারাতেও চায়না সময়ের অতল গহ্বরে
লড়াই চলছে টিকে থাকার -মনে রাখার
ইতিহাস সবকিছু মনে রাখে না-
ওর কোন ভাবনা নেই- হারাতে পারলে -
স্মৃতি থেকে মুছে দিতে পারলেই খুশি
যুদ্ধ চলছে বেঁচে থাকার - টিকে থাকার
অনাড়ম্বর পৃথিবীর পাতায় পাতায় -
চলমান জীবনের খাতায়।
ধীরে ধীরে জীবনী শক্তি হারাচ্ছে কোষগুলো
টিকে থাকার লড়াই - জীবনধারনে অভ্যস্থ
হায়! - কি কান্ড কি কান্ড
এখানে কল্পলোকের গীত গাইতে সবে ব্যাস্ত
বেঁচে থাকাটাই আসল - অনন্তকালে আমার লোভ নেই
তবু বাঁচতে চাই দীর্ঘকাল -
চিন্তায় চেতনায় আমার আজন্ম স্বাদ
কেউ আমার নাম ধরে ডাকুক
একটু ভালোবাসুক -আপন মনে ভাবুক।
চারিপাশ বিপত্তির পথে-
সকল বাধা ছিন্ন করে পাড়ি দিতে হবে দুর্গম পথ
স্বপ্নগুলো পিছু ছাড়েনা -
হারাতেও চায়না সময়ের অতল গহ্বরে
লড়াই চলছে টিকে থাকার -মনে রাখার
ইতিহাস সবকিছু মনে রাখে না-
ওর কোন ভাবনা নেই- হারাতে পারলে -
স্মৃতি থেকে মুছে দিতে পারলেই খুশি
যুদ্ধ চলছে বেঁচে থাকার - টিকে থাকার
অনাড়ম্বর পৃথিবীর পাতায় পাতায় -
চলমান জীবনের খাতায়।
Comments
Post a Comment