অবান্তর কথা
অবান্তর কথার ছড়াছড়ি
মিছে আশাই জীবন গড়ি
এই যখন ধারা ধরনীর বুকে
হতাশাই জীবন যখন বিপন্ন
যখন প্রয়োজন ফুরিয়ে যাই
যখন অন্তরে ক্ষতগুলো চির ধরে
অপ্রয়োজনীয় আলোচনাই যখন মত্ত সবাই
যখন কথাই কথাই কাল্পনিক দোহাই
প্রশ্ন করে সৃষ্টির শুরু কোথাই
যখন চারিদিকে মন গড়ানো চিৎকার
যখন কিছু ক্ষুধার্তের হাহাকার দেখি
যখন বিক্রিত মস্তিস্কের নোংরামি চলে
যখন দেখি আজও সাদা কালোর দন্দ চলে
প্রতিনিয়ত প্রত্যেকে মিথ্যা বলে
তখন নিজেকে হারিয়ে ফেলি
তখন আমি আর তোমাদের মত নই
আমি আমার মত করে বাঁচি
একাকীত্তে একা একা উদ্ভ্রান্তের মত হাঁটি
সঙ্গিহীন ঘুরে ফিরি অলিগলি ।
মিছে আশাই জীবন গড়ি
এই যখন ধারা ধরনীর বুকে
হতাশাই জীবন যখন বিপন্ন
যখন প্রয়োজন ফুরিয়ে যাই
যখন অন্তরে ক্ষতগুলো চির ধরে
অপ্রয়োজনীয় আলোচনাই যখন মত্ত সবাই
যখন কথাই কথাই কাল্পনিক দোহাই
প্রশ্ন করে সৃষ্টির শুরু কোথাই
যখন চারিদিকে মন গড়ানো চিৎকার
যখন কিছু ক্ষুধার্তের হাহাকার দেখি
যখন বিক্রিত মস্তিস্কের নোংরামি চলে
যখন দেখি আজও সাদা কালোর দন্দ চলে
প্রতিনিয়ত প্রত্যেকে মিথ্যা বলে
তখন নিজেকে হারিয়ে ফেলি
তখন আমি আর তোমাদের মত নই
আমি আমার মত করে বাঁচি
একাকীত্তে একা একা উদ্ভ্রান্তের মত হাঁটি
সঙ্গিহীন ঘুরে ফিরি অলিগলি ।
জংধরা এই শহরটাকে
শহরের বিপন্ন মানুষ গুলোকে
নোংরা আবর্জনার পাশে পড়ে থাকা শিশুটিকে
খেটে খাওয়া মানুষগুলোকে
এখানে কেউ ভালবাসেনা ।
শহরের বিপন্ন মানুষ গুলোকে
নোংরা আবর্জনার পাশে পড়ে থাকা শিশুটিকে
খেটে খাওয়া মানুষগুলোকে
এখানে কেউ ভালবাসেনা ।
Comments
Post a Comment