দৃশ্যপট
একটা ভাঙা আয়নার প্রতিচ্ছবি মুখ লুকিয়ে খিলখিলিয়ে হাঁসে ওপারে এপারে গৌড় বর্নের হরিনী। নির্দিধায় ওদ্ধত কন্ঠে মিথ্যাচারে প্রচারক দেয়ালে দেয়ালে রঙিন পোষ্টার খেয়ালে নাচে রাজার নীতি। একরাশ মানুষের শোরগোল শুনতে শুনতে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে ভিখারিনী ঘুমের ঘোরে চিৎকার করে ওঠে - কুসংস্কার চারিদিকে এত এত কুসংস্কার ।