Posts

Showing posts from June, 2019

দূর্বৃত্তের হাতে চিঠি

প্রিয়তমা তোমার গায়ের রংটা না আমাকে পাগল করে দেয় এত সুন্দর রং আমি আগে দেখিনি তোমার চোয়ালের দিকে তাকিয়েই পাগল হয়েছি আমার ভেতরের বোধদয় হারিয়ে গেছে তোমার ওই নাকের ডগার ঘাম বিন্দু আমাকে ভীষণ মুগ্ধ করেছে। তোমাকে একটু ছুঁয়ে দেখবো ভেবেছিলাম একটু পাশাপাশি হাঁটতে চেয়েছিলাম ভালবাসতে চেয়েছিলাম মনের মত করে চেয়েছিলাম থাকবো চিরকাল হাতে হাত ধরে। তুমি আমার রানী জীবনে বেঁচে থাকার জল অথবা পানি।