Posts

Showing posts from May, 2019

নিয়ন আলোর শহরে

সন্ধ্যা গড়িয়ে ভোর ভাবনা কেবল তোর নিষ্প্রান নগরীতে জোনাকীর আলোয় অথবা ল্যাম্পপোষ্টের সাদা আলোয় কিংবা নিয়ন আলোর শহরে আমি বড় একা। মিটি মিটি আলোর ভিড়ে - সপ্ন তিথির তীরে বারবার হারিয়ে ফেলি নিজেকে কেননা লক্ষ্য কেবল তোমায় দেখা পাশাপাশি বসে কিছু কথা হতে পারে কোন এক অমানিশার জঙ্গলে কিংবা স্বপ্ন তিথির মঙ্গলে। এই সমাজের নিয়ম নীতি থেকে বেরিয়ে নতুন করে নতুন রুপে গড়তে নীতিমালা তোমার আমার প্রেম খেলা। আমি গভীর থেকে আরও গভীরে যেতে চাই শরীর সমুদ্রে নিজেকে হারিয়ে ফেলতে চাই লবন শরীরে ডুব দিতে চাই কেবল তোমার।