নেই সেই চত্তর ।। বিশ্বাস
সে দিনের সেই উদ্দাম বিচরণ নেই নেই সেই অজানা কারনের অপেক্ষা একা চত্তরে বসে থাকা নেই পুরনো দিনগুলো বদলে গেছে আমার আমি আর সেই আগের মত নেই । জানি বদলে যাই - বদলে জেতে হয় তবু ফেলে আসা তোমার ছায়া পিড়া দেই চাইলেও ভুলে যাওয়া যাই না সেই বিকেল সন্ধ্যার আলো-আঁধারে একা যাপন পথপানে নির্বাক তাকিয়ে থাকা কোন এক অজানা গন্তব্যের দিকে । কতগুলো বিকেল কেটে গেছে আমার এই চত্তরে কতগুলো যাতনা ঘিরে আছে অন্তরে উদাসীনতার সেই ঝলমলে অস্তগামী প্রহর নেই নেই সেই নিতান্ত বোকার মত বসে থাকা কোন এক সুন্দরের প্রতীক্ষা ।